কেশবপুরে কাজী রওনকুল ইসলাম শ্রাবনের পৃষ্ঠপোষকতায় উপজেলা বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে ঈদ পূর্ণমিলনী ।
- Update Time : ১১:৪০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ৫৯ Time View

মাহাবুর রহমান, কেশবপুর – যশোর
কেশবপুরের মাটি কাজী শ্রাবণের ঘাটি এমনি স্লোগানে মুখরিত যশোর কেশবপুর উপজেলার ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের ডাকবাংলা চত্বরে সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবনের সমর্থনে নেতাকর্মীরা এই স্লোগান দিতে থাকে।
গত ৪ই এপ্রিল বৃহস্পতিবার রাতে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে যোগ দিতে উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে ডাকবাংলা চত্বরে আসতে শুরু করে ঘন্টাখানেকের মধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ডাকবাংলার চত্বরটি।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি সাবেক ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাজু হাসান এর উদ্দেগে কেশবপুর উপজেলা যুবদল স্বেচ্ছাসেবক দল ,ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই ঈদ পূর্ণমিলনে আয়োজন করেন।
ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার আমানতের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক কৃষ্ণ চ্যাটার্জী সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাজু হাসান,২নং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু দাউদ,
বিএনপি’র নেতা মোবারক খা, কাজী মনা, মেম্বার যেয়ামত আলী,সহরাফ হোসেন,যুবনেতা গোলাম মোস্তফা, জাহাঙ্গীর কবির মিন্টু, মেহেদী হাসান শিপন, সুজন রহমান,ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক (খুলনা বিভাগ) জাহিদ হাসান হৃদয় ,উপজেলা ছাত্রদলের সদস্য সবুজ আরমান ,কলেজ ছাত্র দলের আহ্বায়ক সুজন সদস্য সচিব ফরহাদ,জেলা ছাত্রদলের সদস্য রাসেল ,ছাত্র নেতা জিল্লু, সেলিম, আহাদ, আশিক, এজাজ, রাকিব, ইমরান সহ বিভিন্ন নেতা কর্মীরা


























