প্রশ্নের মুখে মোবারক হোসাইন ঈদগাঁও উপজেলা কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৫৪তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠান প্রশ্নের সৃষ্টি করেছে। এতে উপেক্ষিত হয়েছেন ঈদগাঁও উপজেলার তিন ইউপি চেয়ারম্যান। অনুষ্ঠানে আগত সুধীজনরা বিষয়টিকে বেশ দৃষ্টিকটু বলে উল্লেখ করেছেন। শনিবার (১নভেম্বর)ছিল ৫৪তম জাতীয় সমবায় দিবস।এ উপলক্ষে ঈদগাঁও উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের যৌথ উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন ছিল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা, বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াছমিন, ইসলামপুর চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন ও জালালাবাদ চেয়ারম্যান আলমগীর তাজ জনি । সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম। তবে লক্ষণীয় ছিল যে, জাতীয় গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে ঈদগাঁও সদর, ইসলামাবাদ ও পোকখালী ইউনিয়নের তিন চেয়ারম্যানের কেউ উপস্থিত ছিলনা। তবে ব্যানারে অতিথি হিসেবে নাম থাকা দুই চেয়ারম্যান উপস্থিতি ছিল। যা জাতীয় গুরুত্বপূর্ণ এ দিবসের অনুষ্ঠানকে প্রশ্নের মুখে ফেলেছে। কারণ সমবায়ের অন্যতম লক্ষ্য হচ্ছে জনগণের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি করা।জনপ্রতিনিধি হিসেবে একজন চেয়ারম্যানই এ কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতা করতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এ বিষয়ে ঈদগাঁও চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) আব্দুল হাকিমের সাথে যোগাযোগ করা হলে জানান, আমন্ত্রণপত্র দেখে আয়োজকদের কাছে উক্ত অনুষ্ঠানের জন্য তাকে তেমন গুরুত্বপূর্ণ মনে হয়নি।তাই এলাকায় অন্য একটি সনাতনী ধর্মীয় কাজে সময় দিয়েছেন। ইসলামাবাদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম ও পোকখালী চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্বরত প্যানেল চেয়ারম্যান ছৈয়দ নুর বলেন, তারা এ অনুষ্ঠান সম্পর্কে জানেন না,তাই যাননি। এ বিষয়ে জানতে উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে জানান,সব চেয়ারম্যানকে আমন্ত্রণ জানানো হয়েছিল,উক্ত তিন চেয়ারম্যান কেন আসেননি তিনি অবগত নন। প্রসঙ্গত উল্লেখ্য যে, উপজেলা আইন শৃঙ্খলাসহ সব কমিটির সভা ও জাতীয় দিবসের কোন অনুষ্ঠানে উপজেলা প্রশাসন মূলধারার কোন গণমাধ্যম কর্মিদের রহস্যময় কারণে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়েও সম্পৃক্ত করেননা।
সম্পাদক ও প্রকাশক: মোঃরানা আহমেদ ।প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি । নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার