খুলনার পাইকগাছায় চিকিৎসাধীন অবস্থায় তিন বছরের শিশু ফাহিমের মৃত্যু
- Update Time : ১২:৫৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ২৮ Time View

সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধ।।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন বছরের শিশু ফাহিমের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।নিহত শিশু ফাহিম পাইকগাছা পৌরসভার ১নং ওয়ার্ড গোপালপুর এলাকার মো. শাহিনুর রহমানের পুত্র।কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির হার্টে ছিদ্র ও জটিল সমস্যা ছিল, যা তার মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। তবে পরিবার দাবি করেছে, কয়েকদিন আগে পারিবারিক বিরোধের সময় ঘটে যাওয়া এক মারামারির ঘটনায় মানসিক আঘাত পেয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়ে।পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পারিবারিক গ্যাঞ্জামের সময় ফাহিম তার মায়ের কোলে ছিল। সেই সময়ের ভয়াবহ দৃশ্য দেখে বাচ্চাটি ভয় পেয়ে যায় এবং এরপর থেকেই জ্বরে আক্রান্ত হয়। ওই সংঘর্ষে শিশুর পিতা শাহিনুর রহমান ও তার চাচা দা’র আঘাতে আহত হন। এ ঘটনায় পাইকগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়।স্থানীয় এলাকাবাসী জানান, মারামারির ঘটনাটি শিশুটির মানসিকভাবে বড় ধাক্কা দেয়। ঘটনার পর থেকেই সে অসুস্থ হয়ে পড়ে এবং ৭ নভেম্বর রাতে অবস্থার অবনতি হলে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে শিশু ফাহিমের মৃত্যু হয়।শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















