ঝিনাইদহ কালিগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল ফার্ম মাঠের খালে আলমসাধু চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- Update Time : ০৪:৪৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / ১৬ Time View

স্ট্যাফ রিপোর্টার ঝিনাইদহ মো: তৌফিকুর রহমান রাজন
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার মোবারকগঞ্জ চিনিকল এলাকা থেকে ওমর শেখ (৩০) নামে এক নসিমন চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা লাশটি মাঠে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহত ওমর শেখ উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে ওমর আলী নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, দুবৃত্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যার পর ফেলে রেখে গেছে। কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন এবং গলায় বাঁধা অবস্থার আলামত পাওয়া গেছে। তিনি আরো জানান বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে তিনি বাড়ি থেকে বের হলেও আর ফেরেননি। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ ও পরিকল্পনা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে।
























