টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০৪:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / ১০ Time View

মাহাবুল ইসলাম গাজীপুর প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ডের খৈরতল ইউনিট বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ ঠা ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে খৈরতল এলাকায় আয়োজিত এই দোয়া মাহফিলে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির শীর্ষ নেতা নন, তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। সাধারণ মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন।” তারা আরও বলেন, গুরুতর অসুস্থ একজন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে যথাযথ চিকিৎসা না দেওয়া মানবাধিকার লঙ্ঘনের শামিল। তার দ্রুত আরোগ্য কামনায় তারা দেশবাসীর দোয়া চান। মাহফিলে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সহ-সভাপতি শহীদুল্লাহ মাতব্বর, ৫১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ হারুন, শ্রমিক দল ৫১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল বাশার, যুবদল নেতা মেহরাব হোসেন সোহাগ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া খৈরতল হাফিজিয়া মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীসহ এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি দোয়া মাহফিলকে প্রাণবন্ত করে তোলে। দোয়া পরিচালনা করেন খৈরতল কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মহিবুল্লাহ। মিলাদ ও বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পর উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।




















