ডোমারে ১বছরের সাজাপ্রাপ্ত আসামি বুলবুল গ্রেফতার
- Update Time : ০৭:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ৪৬ Time View

মোঃমিজানুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলায় ১বছরের সাজা প্রাপ্ত আসামী বুলবুল হোসেন (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। বুলবুল হোসেন ডোমার পৌরসভা ছোটরাউতা টিএনটি পাড়া এলাকার মৃত রশিদুল ইসলাম ছানুর ছেলে। ডোমার থানার মামলা সুত্রে জানাযায় ২০১৯ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা নং-জিআর ১৬২ মূলে বুলবুল হোসেনকে জেলার বিজ্ঞ আদালত ১বছরের কারাদন্ড প্রদান করেন। সেই থেকে বুলবুল পলাতক ছিলেন, ডোমার থানার এসআই সাহেব আলীর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার (২ডিসেম্বর) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে বুলবুলকে গ্রেফতার করে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শৈলেন চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন। এসআই সাহেব আলী বলেন বুলবুল জামিনে মুক্তি পেয়ে দীর্ঘদিন পলাতক ছিল। অপরদিকে বিজ্ঞ আদালত তাকে সাজা প্রদান করেন। গ্রেফতারী পরোয়ানার মোতাবেক তথ্যপ্রযুক্তির মাধ্যমে গত রাত তাকে গ্রেফতার করি। আগামীকাল তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।




















