মোঃমিজানুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধি: জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ডোমার মডেল মসজিদ থেকে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার বাটার মোড়ে এক সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। সমাবেশে ডোমার উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রচর মিডিয়া বিভাগের সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, ডিমলা উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান, ডোমার উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল আলম বক্তব্য দেন। বক্তারা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন আয়োজন, উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃরানা আহমেদ ।প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি । নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার