প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৪:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৭:২৮ পি.এম
পন্ডিত শ্রী দুলাল কান্তি আচার্য্যের ৮০তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত,

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:- ফটিকছড়ি উপজেলার অন্তগত ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের বিশিষ্ট ধর্মপ্রাণব্যাক্তি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পরিচিত, বিশিষ্ট জ্যোতিষী, ভুজপুর সার্বজনীন জ্যোতিশ্বরানন্দ কেন্দ্রীয় গীতা মন্দিরের উপদেষ্টা শ্রদ্ধের পন্ডিত শ্রী দুলাল কান্তি আচার্য্য এর ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে উক্ত মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি রনজিত কুমার শীল, সাধারণ সম্পাদক প্রভাত শীল, বিকাশ কুমার শীল, কাজল শীল, আশীষ কুমার শীল, সনজিত কুমার শীল, প্রকাশ কুমার আচায্য, পলাশ আচায্য, ও হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য নিপু দে সহ আরো অনেকের উপস্থিতি তে কেন্দ্রীয় গীতা মন্দিরে সৌজন্যে স্মারক সম্মাননার মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন এবং তার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করা হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভূজপুর থানা শাখায় সভাপতি এডভোকেট শ্রী মিহির কুমার দে, সাবেক সহ সভাপতি এডভোকেট শ্রী তরুণ কিশোর দেব, শ্রী শ্রী হরি কালী দূর্গা ও গীতা মন্দিরে সাধারণ সম্পাদক শ্রী রনজিৎ পাল, সাবেক সভাপতি পন্ডিত শ্রী লিংকন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় ধর, সহ-সভাপতি শ্রী কেশব দেব, উপদেষ্টা শ্রী অনিল সেন, নির্বাহী সদস্য শ্রী তাপস দে, নির্বাহী সদস্য শ্রী সমিরণ কর্মকার, শ্রী সুজন দে, ভূজপুর ইউনিয়ন সহ-সভাপতি শ্রী গোপাল দে, ফটিকছড়ি উপজেলা শ্রীশ্রী জন্মাষ্টমী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও লেখক লায়ন ডা. বরুণ কুমার আচার্য।
সম্পাদক ও প্রকাশক: মোঃরানা আহমেদ ।প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি । নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার