স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:-
শুভ মহালয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় মন্দিরে শেফালি-ঝরা প্রভাতে চণ্ডীপাঠ, ঢাক–কাঁসর ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে দেবী বন্দনার মহাউৎসব। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম। সংবর্ধিত অতিথি ছিলেন-ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ, উদ্বোধক ছিলেন- উজ্জ্বালানন্দ বক্ষ্রচারী। জাহানারা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পুজা পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য মিসেস পল্লবী খাস্তগীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু রুপন ভোমিক, অর্থ সম্পাদক জয়পদ চন্দ, ফটিকছড়ি পৌর সভা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ডা. স্বপন দত্ত, সভাপতি অজিত দে সুজন, সাধারণ সম্পাদক উজ্জ্বল শীল, জাতীয় গীতা পরিষদের সভাপতি বাবু ও পুজা পরিষদ নেতা বাবু প্রভাস দে, উপস্থিত ছিলেন, পুজা পরিষদের সহ সহসভাপতি বাবু শিমুল ধর, গুরুপদ শীল, অশোক কুমার চৌধুরী, মাষ্টার মিলন নাথ, মাষ্টার আশীষ চক্রবর্ত্তী, বিধান ভট্টাচার্য্য, রজতশুভ্র পাল, প্রেমাংকুর চৌধুরী, সজল দে, সজল পাল, দয়াল রায়, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, দয়াল শীল, প্রিয়রঞ্জন ভট্টাচার্য, রাজিব চৌধুরী, সবুজ দে, চন্দন দেবরায় প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃরানা আহমেদ ।প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি । নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার