মো: রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার)
মোংলা ও পিরোজপুরে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, গুলি এবং চোরাইকৃত মালামালসহ একটি বোট আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৬টায় কোস্ট গার্ড স্টেশন সুপতি, কচিখালী ও পুলিশের সমন্বয়ে পিরোজপুরের মঠবাড়িয়া থানাধীন খেতাছিঁড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
অপরদিকে, এদিন সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়া কর্তৃক মোংলার সাইলোসংলগ্ন কাঠাখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত ফাইবার বোট তল্লাশি করে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাইকৃত প্রায় ২০ লাখ ৪৫ হাজার ৮৫ টাকা মূল্যের দুই হাজার ২২০ লিটার পোড়া মবিল, একটি ইলেকট্রনিক মোটর, তিন বস্তা মুরলি প্রিমিয়াম টি-কফি মিক্স, ছয় বান্ডিল ওয়্যার রোপসহ চোরাই কাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারী ও চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মালামাল ও বোটে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারী ও চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মালামাল ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃরানা আহমেদ ।প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি । বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার