বেস্ট ই-কমার্স প্লাটফর্ম (বিইসিপি) এর তিনদিন ব্যাপী মেলা সম্পন্ন,
- Update Time : ০৭:০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ৫২ Time View

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:- নগরীর জামালখানস্থ রয়েল অর্কিড ব্যাঙ্কুইট হলে বিগত ৪,৫,৬ নভেম্বর ৩৬জন উদ্যোক্তার পণ্য প্রদর্শনী ও জমজমাট মেলা অনুষ্ঠিত হয় বেস্ট ই-কমার্স প্লাটফর্ম এর আয়োজনে। এতে কোস্পন্সর ছিলেন দেশি টাটকা বাজার। অনলাইন ভিত্তিক এই প্লাটফর্মের সদস্য সংখ্যা ৫৪ হাজার এর অধিক।গ্রুপটি সুনাম এর সহিত তৃণমূল উদ্যোক্তাদের স্বাবলম্বি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে চলছে। অনুষ্ঠিত মেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গার্লস প্রাইওরিটির ফাউন্ডার এডমিন তাসনুভা আনোয়ার। বিইসিপি ফাউন্ডার এডমিন রোকসানা হায়দার রলি, ফাউন্ডর এডমিন নিপু হাসান, এডমিন পারেল আহমেদ, এডমিন এডভোকেট রোমেলা আরেফিনা, এডমিন পাকিজা ফিরোজ,এডমিন রাকিবুল ইসলাম রোহান ও জান্নাতুল নাঈম হিরা। সমাপনি দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান এডভোকেট মোঃ জাফর হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউসুফ ও জাহিদ হোসেন সম্রাট।এতে বেস্ট নারী সংগঠক ও উদ্যোক্তা হিসেবে এডমিন পাকিজা ফিরোজ কে সম্মাননা সারক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ জাফর হায়দার বলেন, উদ্যোক্তাদের উৎসাহের জন্য এ জাতীয় আয়োজন অতীব প্রয়োজন। এসকল আয়োজন এর মধ্য দিয়ে উদ্যোক্তাগণ একে অপরের সাথে পরিচিত হতে পারেন এবং একইসাথে ক্রেতাদের মাঝে নিজেদের পরিচিতি গড়ে তুলতে পারেন।




















