মণিরামপুরে অজ্ঞান পার্টির কবলে পড়ে পথে বসেছে এক পরিবার
- Update Time : ০৬:৪৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৪ Time View

আনোয়ার হোসেন:
যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীর একটি পরিবার অজ্ঞান পার্টির কবলে পড়ে পথে বসেছে মৃত কার্তিক পালের পরিবার। নেহালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত কার্তিক পালের ছেলে তরুণ পালের (মগো) স্ত্রী সোমবার রাত আনুমানিক ৮’৩০ মিঃ রান্নাঘরের রান্না শেষ করে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন তার স্ত্রী। পরে সুযোগ বুঝে অজ্ঞান পার্টির সদস্যরা রান্নাঘরের পিছনের দিকের কাঠের জানালার উপর দেওয়া নেট কেটে খাবারের ভিতরে অজ্ঞান হওয়ার ঔষধ ছিটিয়ে দেয়। ভুক্তভোগী পরিবার রাতে ওই খাবার খাওয়া শেষ হওয়ার পর আস্তে আস্তে ওই পরিবারের সকল সদস্য অচেতন হয়ে পড়ে। পড়ে অজ্ঞান পার্টি সুযোগ বুঝে গভীর রাতে মৃত কার্তিক পালের ঘর থেকে সবকিছু নিয়ে যাই ওই চক্র। এই খবর মঙ্গলবার সকালে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এসে অসচেতন অবস্থায় দেখতে পায় পরিবারের সকল সদস্যকে। তখন এলাকার লোকজন গ্রাম্য ডাক্তারকে খবর দিয়ে তাদেরকে সুস্থ করে তোলেন। ওই বাড়ির মালিক তরুণ পাল গণমাধ্যম কর্মীদের জানান, তিনিও রাতের খাবার খাওয়ার পরে অচেতন হয়ে পড়ে থাকে। তিনি সুস্থ হয়ে দেখতে পাই ঘরের পিছনের জানালার গ্রিল কেটে ঘরে ভেতরে থাকা তার মেয়ে ও তার নিজের রাখা নগদ ২,৩০,০০০ টাকা ও ৫/৬ ভরি স্বর্ণের অলংকার নিয়ে যায় অজ্ঞান পার্টি। এই খবর পেয়ে মণিরামপুর থানার ওসি তদন্তসহ নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই রেজাউল করিম ও এ এস আই শাহজাহান আলী ঘটনা স্থল পরিদর্শন করেন। এবিষয় মণিরামপুর থানার ওসি মো:বাবলুর রহমান খান বলেন,আমাদের তদন্ত অব্যহত আছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

























