মহেশপুরে পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা
- Update Time : ১১:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ৪৯ Time View

মিজানুর রহমান -স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঝিনাইদহ জেলা শাখার অধীনে পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১১ নভেম্বর) জেলা ছাত্রদল সভাপতি এস.এম. সমিনুজ্জামান এবং সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিকের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মোহাম্মদ ইমন হোসেনকে সভাপতি এবং মোঃ হামিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুস সালাম শান্ত, সহ-সভাপতি হিসেবে মোঃ রাসেল রানা ও ইমরান হোসেন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আকাশ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোছাম্মদ নুসরাত খাতুন।
সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ ইয়াসির আরাফাত, প্রচার সম্পাদক মোঃ রাসেল, দপ্তর সম্পাদক অনিক মিয়া, ক্রীড়া সম্পাদক রাসেল মিয়া এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেশাদ মিয়া।
জেলা ছাত্রদল জানিয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, নতুন নেতৃত্বের মাধ্যমে পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।




















