মুহাম্মদ সাইফুল্লাহ , ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:-
মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্ম শরাফতের প্রাণ পুরুষ গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী(কঃ)র প্রপৌত্র, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর মান্যবর সভাপতি, শানে গাউসুল আজম মাইজভান্ডারী ফোরামের মাননীয় চেয়ারম্যান হযরত শাহসুফী আলহাজ্ব ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী দুনিয়াবী সফর সমাপ্ত করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি দুনিয়াবী সফর সমাপ্ত করেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।
আজ বাদ এশা মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে হুজুরের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
ডা: দিদারুল হক মাইজভান্ডারী বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ছোট ভাই। ৫ ভাইয়ের মধ্যে তিনি ৪র্থ। উনাদের ৩ ভাই ইতিমধ্যে ওফাৎবরণ করেছেন। বর্তমানে সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি এবং সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারি জীবিত আছেন।
উল্লেখ্য, ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি হলেন মাইজভান্ডার দরবার শরীফের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। উনি গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন এবং অছিয়ে গাউছুল আজম মাইজভান্ডারী (ক.) কর্তৃক মনোনীত মোন্তাজেম ও জিম্মাদার। ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি, যিনি শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারি (ম.) নামেও পরিচিত, মাইজভান্ডারী তরিকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। উনি গাউছুল আজম মাইজভান্ডারীর (ক.) অনুসারী এবং মাইজভান্ডার দরবার শরীফের বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত ছিলেন।
বিভিন্ন সূত্রে, উনাকে "সাজ্জাদানশীন-গাউছিয়া আহমদিয়া মঞ্জিল" হিসেবে উল্লেখ করা হয়েছে, যা মাইজভান্ডার দরবার শরীফের একটি গুরুত্বপূর্ণ অংশ। উনি তরীক্বতের আলোচনা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং মাইজভান্ডারী তরিকার শিক্ষা ও আদর্শ প্রচার করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃরানা আহমেদ ।প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি । নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার