১। এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। এছাড়াও র্যাব বিভিন্ন সময়ে ফেনসিডিল, দেশী-বিদেশী মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করতঃ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। র্যাব-৬, যশোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে যশোরের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
৩। এরই ধারাবাহিকতায়, অদ্য ০৬/১০/২০২৫ তারিখ রাত ০২.১০ ঘটিকায় র্যাব-৬, যশোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চোরমারা দিঘীর পশ্চিম পার্শ্বে জনৈক গোলজার গাজীর বসতবাড়ীতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় এর উদ্দেশ্যে মজুদ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উক্ত বসতবাড়ীতে একই তারিখ রাত ০২.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে মো: গোলজার গাজী (৫২), পিতা- মৃত কোরবান গাজী, সাং- চোরমারা দিঘীর পশ্চিম পাড়, থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোর’কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে সে জানায়, তার মায়ের শয়ন কক্ষের মেঝের মাটির নিচে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পুতে রাখা আছে। তার স্বীকারোক্তি মতে উক্ত কক্ষের মাটি খুড়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে একটি প্লাস্টিকের বক্সের ভেতর ০৩ (তিন) টি জিপারযুক্ত পলিথিনে থাকা ৬০০ (ছয়শত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১,৮০,০০০/= (এক লক্ষ আশি হাজার টাকা মাত্র)।
৪। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত অভিযুক্ত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করতঃ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
স্বাক্ষরিতঃ
মোঃ রাসেল
স্কোয়াড্রন লীডার
কোম্পানি কমান্ডার
র্যাব-৬, সিপিসি-৩, যশোর।
সম্পাদক ও প্রকাশক: মোঃরানা আহমেদ ।প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি । নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার