আওয়ামীলীগ শাসনামলে দেশবাসীর ওপর দিয়ে ঝড় বয়ে গেছে ———– আবুল হোসেন আজাদ

- Update Time : ১২:১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ২৬ Time View

মাহাবুর রহমান, কেশবপুর (যশোর)
আওয়ামীলীগ শাসনামলে দেশবাসীর ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। আমরা এমন খোলা আকাশের নীচে কথা বলতে পারেনি। এতো বড় ফুটবল খেলার আয়োজন করতে পারেনি। আমাদের ভোটের অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার আলতাপোল আজাদ স্পোটিং ক্লাবের উদ্যোগে ওই ক্লাব মাঠে অনুষ্ঠিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ড়দের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৬-১৭ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে অধিকার ফিরে পাওয়ার জন্য। তার মধ্যে প্রথম অধিকার ছিল ভোটের অধিকার যেন ফিরে পায়। এখন সেই পরিবেশ নিশ্চিত হয়েছে। স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। স্বাধীনতা রক্ষার জন্য।
আজাদ স্পোটিং ক্লাবের সভাপতি ও কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ¦ আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দীন আলা, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম প্রমূখ।
৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন কেশবপুরের প্রভাতী সংঘ ফুটবল দল ও মনিরামপুরের মশিহাটি ফুটবল একাদ্বশ। ৯০ মিনিটের খেলায় ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় প্রভাতী সংঘ ফুটবল দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।