০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আল্লামা ফরহাদাবাদীর ৮১তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৭:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ২১ Time View

, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:- খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী, গাউছে আমিন, মুফতিয়ে আজম, হযরত শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কু:) এর ৮১তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা গত ৩১অক্টোবর ২০২৫ইং শুক্রবার বাদে এশা ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিল প্রাঙ্গনে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে ছদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী। জনাব মুহাম্মদ আমিনুর হোসেন এর সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী, পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী, পীরে ত্বরিকত আল্লামা হাফেজ শাহ আলম নঈমী আল ফরহাদাবাদী, জনাব সৈয়দ মেজবাহ উদ্দিন শওকত, মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান, মাওলানা মুহাম্মদ জাফর উদ্দিন কামালি ফরহাদাবাদী, মাওলানা আলী আযম রেজভী, মাওলানা সোলাইমান ভাণ্ডারী ফরহাদাবাদী, সৈয়দ পারশেদ বিন আনোয়ার, জনাব মুহাম্মদ নাজিম সওদাগর, শায়ের মাওলানা সেলিম উদ্দিন মাইজভান্ডারী প্রমুখ। প্রস্তুতি সভা শেষে সকলের মাজে তাবরুক বিতরণ করা হয়। সভায় বক্তাগন আগামী ২৭অগ্রহায়ন ১২ডিসেম্বর মুফতিয়ে আজম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কুঃ) এর ৮১তম পবিত্র বার্ষিক ওরশ শরীফে জৌলুশ সহকারে যোগদান করার জন্য সকল আশেক ভক্ত ও মুরিদানদের প্রতি আহব্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

আল্লামা ফরহাদাবাদীর ৮১তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

, স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:- খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী, গাউছে আমিন, মুফতিয়ে আজম, হযরত শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কু:) এর ৮১তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা গত ৩১অক্টোবর ২০২৫ইং শুক্রবার বাদে এশা ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিল প্রাঙ্গনে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে ছদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী। জনাব মুহাম্মদ আমিনুর হোসেন এর সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী, পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী, পীরে ত্বরিকত আল্লামা হাফেজ শাহ আলম নঈমী আল ফরহাদাবাদী, জনাব সৈয়দ মেজবাহ উদ্দিন শওকত, মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান, মাওলানা মুহাম্মদ জাফর উদ্দিন কামালি ফরহাদাবাদী, মাওলানা আলী আযম রেজভী, মাওলানা সোলাইমান ভাণ্ডারী ফরহাদাবাদী, সৈয়দ পারশেদ বিন আনোয়ার, জনাব মুহাম্মদ নাজিম সওদাগর, শায়ের মাওলানা সেলিম উদ্দিন মাইজভান্ডারী প্রমুখ। প্রস্তুতি সভা শেষে সকলের মাজে তাবরুক বিতরণ করা হয়। সভায় বক্তাগন আগামী ২৭অগ্রহায়ন ১২ডিসেম্বর মুফতিয়ে আজম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কুঃ) এর ৮১তম পবিত্র বার্ষিক ওরশ শরীফে জৌলুশ সহকারে যোগদান করার জন্য সকল আশেক ভক্ত ও মুরিদানদের প্রতি আহব্বান জানান।