আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিল – এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম ও নবায়ন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন,
- Update Time : ০৪:০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ৮ Time View

মুহাম্মদ সাইফুল্লাহ চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি:- মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম – এর তাৎপর্য শীর্ষক আলোচনা, নবায়ন কমিটির অভিষেক অনুষ্ঠান, মিলাদ ও জিকিরে সেমা মাহফিল সংগঠনের সভাপতি মুহাম্মদ আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম এর সঞ্চালনায় শোকর-এ মওলা মনজিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সিনিয়র সদস্য, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক, লেখক ও গীতিকার জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী। পবিত্র কোরআন তেলাওয়াত ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের পর মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন নির্বাহী সদস্য মুহাম্মদ ওমর ফারুক। প্রধান অতিথি পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম – এর তাৎপর্য ও পীরানে পীর দস্তগীর হযরত গাউসুল আজম আব্দুল কাদের জীলানী (কঃ)’র জীবনী আলোচনায় বলেন, ” ঈমান, জান, জবান এবং কর্ম যার এক হয়েছে, সেই আল্লাহর মনোনীত হয়েছে। যার আদব নেই তার কোন জ্ঞান নেই। আর যার কোন জ্ঞান নেই, তার কোন বোধশক্তি নেই। আমাদের ঈমানের সাথে আদবের সম্পর্ক থাকতে হবে। ” তিনি আরো বলেন, ” আল্লাহ সৃষ্টির আগে থেকেই কোরআন শরীফে শিক্ষা দিয়েছেন- আদবহীন হওয়াতে আল্লাহর সর্বোচ্চ ইবাদতকারী আজাজিল ফেরেশতা কে ইবলিশে পরিণত করেছেন, তাই আমাদেরকে আদম (আ.) ও আল্লাহর বন্ধুগন কে চিনতে হবে এবং আনুগত্য করতে হবে।” আলোচনার পরবর্তীতে প্রধান অতিথি নতুন নবায়নকৃত (সেশন ২০২৫-২০২৬) কমিটির সকল সম্পাদক মণ্ডলী ও সদস্যদেরকে ফুল দিয়ে বরন করে নেন এবং শুভেচ্ছার মাধ্যমে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। মাহফিলে সংগঠনের সর্বস্তরের কর্মকর্তা, সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মিলাদ মাহফিলের পর প্রধান অতিথি দেশ ও মানবজাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়। পরবর্তীতে সংগঠনের সদস্য মুহাম্মদ নুরুল আলম রনির পরিচালনায় জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।




















