কুষ্টিয়ায় লক্ষাধিক টাকার “মিয়াজাকি” আম গাছ চুরি,থানায় অভিযোগ।

- Update Time : ০১:৫৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ৫ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি বিলাসবহুল বহুতল বাড়ি থেকে লক্ষাধিক টাকার একটি ‘মিয়াজাকি’ আমগাছ চুরির অভিযোগ উঠেছে। বিরল প্রজাতির মিয়াজাকি এককেজি আমের দাম প্রায় আড়াই লক্ষাধিক টাকারও বেশি।
কড়া নিরাপত্তার চাঁদরে ঘেরা বাড়িটির নাম প্যারেন্ট লজ। এটি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চকরঘুয়া গ্ৰামে অবস্থিত । বাড়িটির মালিক হেলথকেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান দানবীর আলাউদ্দিন আহমেদ।
গাছটির দাম প্রায় এক লক্ষাধিক টাকা। প্রায় এক বছর আগে আলাউদ্দিন আহমেদ গাছটি জাপান থেকে নিয়ে এসে তাঁর সহধর্মিণী সুরাইয়া বিলকিসের জন্মদিনে উপহার দিয়েছিলেন বলে জানিয়েছেন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. সাইফুর রহমান। এ ঘটনায় তিনি আজ বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর) দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে,প্রায় এক বছর আগে জাপান থেকে একটি আমগাছ নিয়ে এসে স্ত্রীর জন্মদিনের উপহার দিয়েছিলেন আলাউদ্দিন আহমেদ। তাঁর স্ত্রী গাছটি প্লাস্টিকের ড্রামে বিলাসবহুল বাড়ি প্যারেন্টের লজের দক্ষিণপাশে লাগিয়েছিলেন। গত ১ (এক) সেপ্টেম্বর থেকে বাড়ি থেকে হঠাৎ ড্রামসহ গাছটি উধাও হয়ে যায়। সম্ভাব্য স্থানে খুঁজাখুঁজি করেও গাছটির সন্ধান না পেয়ে থানায় লিখিত অভিযোগ দেন ব্যবস্থাপক মো. সাইফুর রহমান।
বাড়ির পাহাড়াদার মো. আসাদুল ইসলাম বলেন, ২৪ ঘণ্টা পাহাড়ায় থাকে। সিসিটিভি ক্যামেরা আছে। আমি ৬ মাস হলো যোগদান করেছি। গাছের বিষয় কিছু জানিনা।
সবুজায়নের লক্ষে প্যারেন্ট লজসহ আশপাশের এলাকায় প্রায় দেড় হাজার বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে বলে জানিয়েছেন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক গোলাম হাফিজ বলেন, মূল্যবান গাছটির দাম প্রায় লক্ষাধিক টাকা। কড়া নিরাপত্তার মধ্যেও হঠাৎ গাছটি পাওয়া যাচ্ছেনা। এ ঘটনায় আজ ব্যবস্থাপক থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগের বিষয় স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন,মূল্যবান ও উপহারের গাছ হারানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ পড়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাঁর ভাষ্য, একটি গাছ হারানোর এমন অভিযোগ এই এলাকায় হয়তো প্রথম