০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাউসিয়া আহমদিয়া মীর সাহারা মাদ্রাসার সালানা জলসা উপলক্ষে না’ত জলসা অনুষ্ঠিত,

Reporter Name
  • Update Time : ১২:২৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬ Time View

 

ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:-

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার
রাংগামাটিয়া মীর মুনিরীয়া দরবারে শাহ মীর মুনিরীয়া যুব সংঘ বাংলাদেশ এর ব্যবস্হাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী দঃ উদযাপন ও গাউসিয়া আহমদিয়া মীরা সাহারা মাদ্রাসার সালানা জলসা উপলক্ষে না’ত জলসা অনুষ্ঠিত হয়।উক্ত না’ত জলসায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক ও মাদ্রাসার সুপার নায়েবে মোন্তাজেম শাহজাদা সৈয়দ আবু ছাদেক মুনিরী,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি জামেউল উলুম ফাযিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক ও রাউজান গর্জনীয়া রহমানীয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মাওলানা সৈয়দ মুহাম্মদ আসিফ কাদেরী, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও দানবীর মুহাম্মদ মহি উদ্দিন সাহেব, পৌরসভা যুবসেনার সভাপতি মীর ছাহারা মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন রেজভী, মুহাম্মদ এমদাদ হোসেন।না’ত পরিবেশন করেন আল ইত্তেহাদ সাংস্কৃতিক ফোরম এর শায়ের মাওলানা সামশুল আরেফিন, শায়ের হাফেজ জোনায়েদ রেজা নূর,শায়ের সাজ্জাদ কাদেরী,শায়ের মাহফুজ রেজা কাদেরী এবং আল ইত্তেহাদ সাংস্কৃতিক ফোরম ও ইয়াদে মোস্তফা( দঃ) সাংস্কৃতিক ফোরম এর শায়ের বৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

গাউসিয়া আহমদিয়া মীর সাহারা মাদ্রাসার সালানা জলসা উপলক্ষে না’ত জলসা অনুষ্ঠিত,

Update Time : ১২:২৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

 

ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:-

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার
রাংগামাটিয়া মীর মুনিরীয়া দরবারে শাহ মীর মুনিরীয়া যুব সংঘ বাংলাদেশ এর ব্যবস্হাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী দঃ উদযাপন ও গাউসিয়া আহমদিয়া মীরা সাহারা মাদ্রাসার সালানা জলসা উপলক্ষে না’ত জলসা অনুষ্ঠিত হয়।উক্ত না’ত জলসায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক ও মাদ্রাসার সুপার নায়েবে মোন্তাজেম শাহজাদা সৈয়দ আবু ছাদেক মুনিরী,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি জামেউল উলুম ফাযিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক ও রাউজান গর্জনীয়া রহমানীয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মাওলানা সৈয়দ মুহাম্মদ আসিফ কাদেরী, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও দানবীর মুহাম্মদ মহি উদ্দিন সাহেব, পৌরসভা যুবসেনার সভাপতি মীর ছাহারা মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন রেজভী, মুহাম্মদ এমদাদ হোসেন।না’ত পরিবেশন করেন আল ইত্তেহাদ সাংস্কৃতিক ফোরম এর শায়ের মাওলানা সামশুল আরেফিন, শায়ের হাফেজ জোনায়েদ রেজা নূর,শায়ের সাজ্জাদ কাদেরী,শায়ের মাহফুজ রেজা কাদেরী এবং আল ইত্তেহাদ সাংস্কৃতিক ফোরম ও ইয়াদে মোস্তফা( দঃ) সাংস্কৃতিক ফোরম এর শায়ের বৃন্দ।