চাকরি ছাড়ায় মিথ্যা মামলার অভিযোগ, ঝিনাইদহে ব্যবসায়ী লালু ও তার ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- Update Time : ০৬:২৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / ১৭ Time View

স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মো: তৌফিকুর রহমান রাজন চাকরি ছাড়ার জেরে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ঝিনাইদহ শহরের সুপরিচিত ব্যবসায়ী আবিদুর রহমান লালু ও তার ছেলে সাজেদুর রহমান সৌরভের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন লাইভওয়ার কোম্পানির সাবেক ম্যানেজার আসাফুর রহমান হিমেল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিমেলের স্ত্রী মরিয়ম আক্তার, মা শাহিন শাহানা হীরা ও শ্যালিকার স্ত্রী শুলেখা খাতুন। লিখিত বক্তব্যে আসাফুর রহমান হিমেল জানান, তিনি ‘লাইভওয়ার’ নামের একটি মোবাইল ফোন এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ওই কোম্পানির সঙ্গে অংশীদারিত্বে আবিদুর রহমান লালু ও তার ছেলে সাজেদুর রহমান সৌরভ ঝিনাইদহ শহরে দুটি শাখা খোলেন। হিমেল পায়রা চত্বর শাখার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি দেখতে পান, সাজেদুর রহমান সৌরভ ঢাকা থেকে রিফারবিশ ও নকল মোবাইল ফোন এনে লাইভওয়ারের নাম ও ব্র্যান্ডিং ব্যবহার করে ‘অরিজিনাল’ বলে বিক্রি করছেন। এ নিয়ে গ্রাহকদের সঙ্গে একাধিকবার বিবাদ হয়। হিমেল জানান, নকল মোবাইল বিক্রির বিরোধিতা করায় মালিক পক্ষের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। পরে ২০২৫ সালের ৭ মার্চ তিনি হিসাব-নিকাশ বুঝিয়ে দিয়ে চাকরি থেকে পদত্যাগ করেন। কিন্তু তিন মাস পর ওই ব্যবসায়ী ও তার ছেলে তার বিরুদ্ধে ২২ লাখ টাকার আত্মসাতের মিথ্যা মামলা করেন এবং শহরজুড়ে পোস্টার লাগিয়ে সম্মানহানি করেন বলে অভিযোগ করেন হিমেল। তিনি আরও জানান, বর্তমানে আবিদুর রহমান লালু ও সাজেদুর রহমান সৌরভ বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে আসাফুর রহমান হিমেল প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি জানান।

























