০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দূর্নীতি রুখতে কুষ্টিয়ায় সর্বস্তরের ছাত্র-জনতার মানববন্ধন

Reporter Name
  • Update Time : ০২:০০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / ১৩ Time View

 

জিলহজ খান স্টাফ রিপোর্টার:

 

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র জনতা। তারা বলেছেন অবিলম্বে নিয়োগ পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনে অংশ নেন শতাধিক ছাত্র-জনতা।

মানববন্ধনে অংশ নিয়ে জুলাইযোদ্ধা ও যুবদল নেতা শরিফুল ইসলাম বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। অবশ্যই এই ঘটনা সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এর কোনো বিকল্প নেই। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা মবের রাজনীতি করি না।

এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে আরেক পক্ষের আন্দোলনের দিকে ইঙ্গিত করে শরীফ বলেন, আপনারা কারা নিয়োগ-বাণিজ্য করবেন, সেটা এসি রুমে বসে করেন। কিন্তু এই রাস্তায় এসে মব সৃষ্টি করবেন সেটা মেনে নেওয়া হবে না।

ঐ আন্দোলনের সংবাদ কর্মীদের দালাল বলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শরীফ। তিনি বলেন, আপনারা সাংবাদিকদের দালাল বলেছেন। অথচ যেই ফুটেজ নিয়ে নিয়োগে অনিয়মের বিষয়টি আলোচনা এসেছে; সেটা কিন্তু সংবাদ কর্মীদেরই সংগ্রহ করা। তাই সতর্ক করে দিচ্ছি উল্টাপাল্টা মন্তব্য করে কাউকে হেয় প্রতিপন্ন করবেন না।

মানববন্ধনে এছাড়া বক্তব্য দেন ৫ আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সবুজের স্ত্রী রেশমা খাতুন ও শহীদ ইউসুফের মেয়ে সীমা। এ ছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক ঐক্যের প্রধান সমন্বয়ক মাহমুদ হাসান বাচ্চু ও বিএনপি নেতা গোলাম কবির প্রমুখ।

মানববন্ধনে অংশ নেয়া রেশমা খাতুন বলেন, আজকাল অনেকেই নিজেকে জুলাইযোদ্ধা হিসেবে দাবি করে কিন্তু জুলাই যুদ্ধের কষ্টটা শুধু আমরাই বুঝি। অনেকে আমাদের চেনেনও না। একটা সুন্দর দেশের জন্য আমার স্বামী জীবন দিয়েছেন তার স্বপ্নটা যেন পূরণ হয় সেই আবেদন সবার কাছে করি।

Tag :

Please Share This Post in Your Social Media

দূর্নীতি রুখতে কুষ্টিয়ায় সর্বস্তরের ছাত্র-জনতার মানববন্ধন

Update Time : ০২:০০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

 

জিলহজ খান স্টাফ রিপোর্টার:

 

কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র জনতা। তারা বলেছেন অবিলম্বে নিয়োগ পরীক্ষায় অনিয়মের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনে অংশ নেন শতাধিক ছাত্র-জনতা।

মানববন্ধনে অংশ নিয়ে জুলাইযোদ্ধা ও যুবদল নেতা শরিফুল ইসলাম বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। অবশ্যই এই ঘটনা সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এর কোনো বিকল্প নেই। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা মবের রাজনীতি করি না।

এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে আরেক পক্ষের আন্দোলনের দিকে ইঙ্গিত করে শরীফ বলেন, আপনারা কারা নিয়োগ-বাণিজ্য করবেন, সেটা এসি রুমে বসে করেন। কিন্তু এই রাস্তায় এসে মব সৃষ্টি করবেন সেটা মেনে নেওয়া হবে না।

ঐ আন্দোলনের সংবাদ কর্মীদের দালাল বলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান শরীফ। তিনি বলেন, আপনারা সাংবাদিকদের দালাল বলেছেন। অথচ যেই ফুটেজ নিয়ে নিয়োগে অনিয়মের বিষয়টি আলোচনা এসেছে; সেটা কিন্তু সংবাদ কর্মীদেরই সংগ্রহ করা। তাই সতর্ক করে দিচ্ছি উল্টাপাল্টা মন্তব্য করে কাউকে হেয় প্রতিপন্ন করবেন না।

মানববন্ধনে এছাড়া বক্তব্য দেন ৫ আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সবুজের স্ত্রী রেশমা খাতুন ও শহীদ ইউসুফের মেয়ে সীমা। এ ছাড়া উপস্থিত ছিলেন কুষ্টিয়া নাগরিক ঐক্যের প্রধান সমন্বয়ক মাহমুদ হাসান বাচ্চু ও বিএনপি নেতা গোলাম কবির প্রমুখ।

মানববন্ধনে অংশ নেয়া রেশমা খাতুন বলেন, আজকাল অনেকেই নিজেকে জুলাইযোদ্ধা হিসেবে দাবি করে কিন্তু জুলাই যুদ্ধের কষ্টটা শুধু আমরাই বুঝি। অনেকে আমাদের চেনেনও না। একটা সুন্দর দেশের জন্য আমার স্বামী জীবন দিয়েছেন তার স্বপ্নটা যেন পূরণ হয় সেই আবেদন সবার কাছে করি।