নিজের আপন সন্তানকে শাসন করার অপরাধে প্রতিবেশীর কাছে হামলার শিকার আহত ১

- Update Time : ০২:০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১ Time View

নিজস্ব প্রতিনিধি
খুলনা জেলার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের বাসিন্দা নুর ইসলাম ( টেকার) উপর হামলার অভিযোগ উঠেছে, ভুক্তভোগী সাংবাদিকদের জানান, আমার সন্তানকে ডাকছিলাম আমি কিন্তু সে আমার কথায় সাড়া দিচ্ছিল না আমি তাকে চড় মারি এমন সময়, কেনা গাজী ও তার দুই সন্তান স্ত্রী সহ আমার উপর হামলা করে, এমনকি আমাকে প্রচুর মারধর করে, ভুক্তভোগের সন্তান আল মামুন (১২) বলেন আমার আব্বুকে কেনা গাজী ও তার পরিবারের লোক মারতে থাকে, আমি কেনা গাজীর ছেলের পা জড়িয়ে ধরি এবং বলি আমার আব্বুকে মেরো না কিন্তু সে আমার কথা না শুনে আমাকে লাথি মেরে ফেলে দেয়, ভুক্তভোগের শাশুড়ি বলেন আমি যে দেখি আমার জামাই মাটিতে পড়ে আছে ও ঘরবাড়ি কিছু অংশ ভেঙে ফেলেছে, অভিযুক্ত কেনাও তোর পরিবারের কাছে জানতে চাইলে তারা বলেন, নুর ইসলাম তার ছেলেকে মারছিল আমরা ছাড়ি আনতে গেলে সে আমাকে গালি দেয় এবং দা দিয়ে খুন করতে চেয়েছিল আমি তার কাছ থেকে দা কেড়ে নিয়ে তার উল্টোপিঠ দিয়ে দুটো বাড়ি মারি এমনকি প্লাস্টিকের পাইপ দিয়ে আমি তাকে দুইটি বাড়িতে, ভুক্তভোগী নুর ইসলাম (টেক্কা) পাইকগাছা সরকারি হাসপাতালে চিকিৎসার দিন রয়েছে, তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তদন্ত সাপেক্ষে ন্যায়বিচার কামনা করছে,,