০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : ০৯:১০:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮ Time View

 

নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের দিঘলডাঙ্গী বারুনীর ডাঙ্গা নদী থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন।

 

নিহতের নাম সন্ধ্যা বালা রায় (৫০)। তিনি একই গ্রামের বিনয় রায়ের স্ত্রী।

 

স্থানীয়রা জানান, সকালে নদীর পাড়ে কাজ করতে গিয়ে তারা পানিতে ভাসতে থাকা এক নারীর মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

 

এদিকে মরদেহ উদ্ধারের খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে নিহতের মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার বা স্থানীয়দের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

নীলফামারীতে নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

Update Time : ০৯:১০:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

 

নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের দিঘলডাঙ্গী বারুনীর ডাঙ্গা নদী থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন।

 

নিহতের নাম সন্ধ্যা বালা রায় (৫০)। তিনি একই গ্রামের বিনয় রায়ের স্ত্রী।

 

স্থানীয়রা জানান, সকালে নদীর পাড়ে কাজ করতে গিয়ে তারা পানিতে ভাসতে থাকা এক নারীর মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

 

এদিকে মরদেহ উদ্ধারের খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে নিহতের মৃত্যুর কারণ সম্পর্কে পরিবার বা স্থানীয়দের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।