ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশন আয়োজিত ট্যালেন্ট হান্ট এক্সাম ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।

- Update Time : ১২:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৩২ Time View

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:
৬ষ্ঠ-১০ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অথেন্টিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ট্যালেন্ট হান্ট এক্সাম ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২০ সেপ্টেম্বর ২০২৫ইং,শনিবার সকাল ৯.৩০ ঘটিকায় ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুন নুর মওলা (বীরপ্রতীক) মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন আজিদ তাওরাত, সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শামীমা আক্তার এনি এবং স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী সদস্য আহমেদ শাহরিয়ার ইশতিয়াক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. লিয়াকত আলী চৌধুরী,সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জহুরুল ইসলাম, ফটিকছড়ি করোনেশন সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন সরকার,ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের উপাধ্যক্ষ শহিদুল আজম,হারুয়ালছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হায়দার,দৌলতপুর আবদুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদুল আলম,গাউছিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক এবং নারায়নহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল দাস।এসময় তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়াও বক্তব্য প্রদান করেন ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় & কলেজ এর হিসাব বিজ্ঞান বিভাগের সম্মানিত প্রভাষক ও ফাউন্ডেশনের সদস্য সায়মা সুলতানা,অনুভূতি ব্যক্ত করেন ২০১৯ সালে শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে অধ্যয়নরত মাহামুদা সুলতানা এবং অভিভাবকবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংক আমিরহাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নেছার উদ্দীন ইকবাল।
এ বছর ৯ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৫৫ জন শিক্ষার্থী সাধারণ ও বিশেষ গ্রেডে বৃত্তি অর্জন করেন।পরিশেষে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী,প্রাইজমানি,সনদ ও ক্রেস্ট তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ,বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী,অভিভাবকবৃন্দ এবং অথেন্টিক ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।