যশোর-০৬ আসনের সীমানা অপরিবর্তিত রেখে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন

- Update Time : ১২:১৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ৪২ Time View

মাহাবুর রহমান, কেশবপুর (যশোর)
যশোর-০৬ কেশবপুর সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে যশোর-০৬ কেশবপুর সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ¦ আব্দুস সামাদ বিশ^াস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দীন আলা।
এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ূন কবির সুমন প্রমুখসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, এদিন সকালে একই দাবিতে বিক্ষোভ মিছিল সহকারে গিয়ে জেলা নির্বাচন অফিস ঘেরাও এবং যশোর জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেন যশোর-৬ আসনের ভোটাররা।
উল্লেখ্য, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি নির্বাচন কমিশনে যশোর-৩ ও যশোর-৬ সংসদীয় আসনের পুনর্গঠনের জন্য আবেদন করেন। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশন আজ ২৫ আগস্ট শুনানির দিন ধার্য রয়েছে। এর প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে যশোর-৩ ও যশোর-৬ আসনের সাধারণ ভোটাররা। এ নিয়ে বিএনপির জাতীয় নিরবাহী কমিটি সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে গতকাল রবিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল সহকারে গিয়ে জেলা নির্বাচন অফিস ঘেরাও এবং যশোর জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছেন যশোর-৬ আসনের ভোটাররা। এসময় নেতৃবৃন্দ বলেন,, আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। এর মধ্য দিয়ে একটি পক্ষ যশোরের চিরায়ত নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করছে। তারা আসন্ন নির্বাচন ভন্ডুল করতে চায়। এটা কোনভাবেই যশোরবাসী মেনে নেবে না। সীমানা পরিবর্তনের উদ্যোগ নেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।