০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইকে গভর্ণর গোল্ড মেডেল ভূষিত,
Reporter Name
- Update Time : ০৪:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / ৬ Time View

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:- নগরীর কাজির দেউরীস্থ ইন্টার ন্যাশনাল কনভেনশন হলে গত ১ নভেম্বর ২০২৫ শনিবার বিকাল ৫ ঘটিকায় লায়ন্স ক্লাব চট্টগ্রাম জেলার অক্টোবর সার্ভিস ও ২য় কেবিনেট মিটিং এর ক্লোজিং শিরোমনি গভর্ণর গোল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির ক্লাব ও ক্লাব প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইকে গভর্ণর গোল্ড মেডেল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনারাবেল ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক পিএমজেএফ, পিডিজি। স্পেশাল গেষ্ট লায়ন কাজী সাইফুল ইসলাম, গেষ্ট অব অনার লায়ন একেএম রেজাউল হক এমজেএফ, লায়ন আশরাফ হোসেন খান হিরা, ডিস্ট্রিক গভর্ণর লায়ন মো. মোছলেম উদ্দিন অপু, ইনকামিং ফাস্ট ডিস্ট্রিক গভর্ণর লায়ন কহিনুর কামাল এমজেএফ, লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ, ফাস্ট বিডিজি চেয়ারম্যান লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরান এমজেএফ। এতে উপস্থিত ছিলেন এতে প্রাক্তন প্রেসিডেন্ট এর মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে লায়ন মোহাম্মদ জানে আলম, লায়ন মো. ফোরকানুল আমিন, লায়ন মো. সেলিম সিকদার, লায়ন মো. কামাল উদ্দিন, লায়ন আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, লায়ন গাজী মো. আবু জাফর, লায়ন জসিম উদ্দিন (বাবুল) এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন আজম উদ্দিন, লায়ন কামরুল ইসলাম ইকবাল, লায়ন এম.এন আজিম চৌধুরী, লায়ন আমিরুল হক এমরুল কায়েস সহ ক্লাবের সকল সদস্য/সদস্যাবৃন্দ। এতে আরো উপস্থিত ছিলেন লায়ন মাস্টার রতন কান্তি চৌধুরী, লায়ন শুভাশীষ চৌধুরী, লায়ন অর্চণা আর্চায্য, লায়ন রুপনা আর্চায্য,লায়ন তরুণ কুমার আর্চায্য, লায়ন এম এ কাশেম, লায়ন মোহাম্মদ ইসমাইল হোসেন, লায়ন রাজীব আর্চায্য,লায়ন রুবেল আর্চায্য,লায়ন সজীব আর্চায্য, লায়ন তুর্ণা আর্চায্য, লায়ন দীপ্ত কুমার সুশীল,লায়ন সুইটি আর্চায্য, লায়ন ধীমান দাশ, লায়ন কৃষ্ণ বৈদ্য, লায়ন সমীর দাশ, লায়ন আশিক ইকবাল, সাংবাদিক লায়ন আহমদ আলী চৌধুরী, সাংবাদিক লায়ন মো. জিপন, লায়ন মো.তারেক, লায়ন কার্তিক আর্চায্য, লায়ন রাজু আচার্য্য, লায়ন অপু আচার্য্য, লায়ন বাসু চৌধুরী, লায়ন স্বপন সাহা, লায়ন সুমি চৌধুরী, লায়ন আদ্রিতা চৌধুরী, লায়ন তৃষিতা দত্ত।
Tag :

























