কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মদ, নকল বিড়ি ও কারেন্ট জাল জব্দ।

- Update Time : ০৫:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
- / ১৪ Time View

জিলহজ খান স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মদ, নকল বিড়ি ও কারেন্ট জাল আটক কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি, ভারতীয় কারেন্ট জাল ও মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১৩ লাখ ৯ হাজার ৪০০ টাকা। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর দুপুরে লালনচত্ত্বর হাইওয়ে রোডে বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৮ লাখ ৬২ হাজার টাকা। এরপর ২৫ সেপ্টেম্বর ভোরে কুষ্টিয়ার উদয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ১০৮ কেজি ভারতীয় কারেন্ট জাল আটক করে বিজিবি। এর বাজারমূল্য প্রায় ৪ লাখ ৩২ হাজার টাকা। অন্যদিকে, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জামালপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ১০ বোতল মদ জব্দ করা হয়, যার মূল্য ১৫ হাজার টাকা। আটককৃত নকল বিড়ি কাস্টমসে জমা এবং মাদক ও জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়নের স্টোরে রাখা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।