তাজকিয়া কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সংলাপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত,
- Update Time : ০৮:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ১৭ Time View

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:- তাজকিয়া ফটিকছড়ি উপজেলা শাখা ও মাদরাসা এ গাউসুল আযম মাইজভাণ্ডারী শাখার সাথে তাজকিয়া কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সংলাপ ও মতবিনিময় সভা গত ৩১ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল ১০ ঘটিকায় ফটিকছড়ি উপজেলার আজিমনগর মাদরাসা এ গাউসুল আযম মাইজভান্ডারী প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সভাপতি ডা. কৌশিক সায়মন শুভ। এ উপলক্ষে তাজকিয়া ফটিকছড়ি উপজেলা শাখা ও মাদরাসা এ গাউসুল আযম মাইজভান্ডারী শাখার ২০২৩ সালের অনুমোদনপ্রাপ্ত কার্যকরী কমিটির কর্মসূচি, বাস্তবায়িত কার্যক্রম, সদস্য তালিকা এবং আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত ছিলেন- তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সহ সভাপতি মোহাম্মদ আবু সালেহ সুমন, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক শরফ উদ্দীন রাসেল, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম মহানগর) সাদ ইবনে আলম। এছাড়া উপস্থিত ছিলেন তাজকিয়া ফটিকছড়ি উপজেলা শাখা ও মাদরাসা এ গাউসুল আযম মাইজভাণ্ডারী শাখার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যরা। সভায় অংশগ্রহণকারীরা তাজকিয়া সম্পর্কে নিজেদের অনুভূতি, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ চিন্তা-ভাবনা তুলে ধরেন। কেন্দ্রীয় পর্ষদের সদস্যবৃন্দ তাদের দিকনির্দেশনামূলক পরামর্শ ও প্রেরণাদায়ক বক্তব্যের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক বিকাশের পথ নির্দেশ দেন। বিগত তিন বছরের কার্যক্রমের সফলতা-ব্যর্থতা, শিক্ষা ও অভিজ্ঞতা থেকে নতুন প্রেরণা অর্জনের আহ্বান জানান কেন্দ্রীয় পর্ষদ সদস্যরা। সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন- তাজকিয়া মনে করে প্রত্যেক যুবকের অন্তত জানা উচিত যে কিভাবে নিজের মধ্যে ঐশী প্রেম জাগাতে হয়। শেষে তাজকিয়ার মিশন–ভিশন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও দীর্ঘমেয়াদী ভিশনারি নেতৃত্ব গঠন নিয়ে আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।























