লোহাগড়ার ইতনা স্কুল ও কলেজের ক্যান্টিনের ফলক উন্মোচন, শিক্ষার্থী বরণ এবং বৃত্তি প্রদান অনুষ্ঠিত

- Update Time : ১০:৫২:০২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ১০ Time View

আরীফ শরিফ(নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের বরণ, ক্যাম্পাস ক্যান্টিনের ফলক উন্মোচন এবং বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নতুন ক্যাম্পাস ক্যান্টিনের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
পরে কলেজের হল রুমে “শিক্ষাই উন্নয়ন “আমরাই বাংলাদেশ, চলো বদলে যাই” এই শ্লোগানকে সামনে রেখে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বরণ ২০২৫ অনুষ্ঠিত হয় এবং ২০ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার টাকা করে বৃত্তির চেক প্রদান করা হয়। এ সময় ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি সরদার তানজির হোসেন এর সভাপতিত্বে এবং ক্রীড়া শিক্ষক মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান
প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নের কথা তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল। এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ,সহকারী কমিশনার (ভূমি)মিঠুন মৈত্র, ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার সাহা, প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান,জিবি সদস্য শ,ম কামাল হোসেন রিন্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি রইচ উদ্দিন পলু প্রমুখ।