ফটিকছড়ির দাঁতমারায় অঙ্গীভূত আনসার সদস্যদের সহায়তায় বিপুল পরিমাণ রাবার উদ্ধার,
- Update Time : ১১:৪৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
- / ৭৭ Time View

মোহাম্মদ সাইফুল্লাহ ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:-
দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম জেলাধীন ফটিকছড়ির দাঁতমারা ও তার আশপাশের এলাকা থেকে কিছু দুষ্কৃতিকারী রাতের আঁধারে অবৈধ ভাবে রাবার পাচার করে আসছিল। তারই প্রেক্ষিতে গত ২২ জানুয়ারি-২০২৫ খ্রিঃ তারিখ বিকেল আনুমানিক ৫ ঘটিকায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলাধীন দাঁতমারা রাবার বাগান গার্ডে কর্মরত অঙ্গীভূত আনসার সদস্য ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে উপজেলার দাঁতমারা ইউপি’র হেয়াকো বাংলাপাড়া এলাকা হতে চুরি করে রাখা তিন টন কাঁচা রাবার উদ্ধার করা হয়।পরবর্তীতে উদ্ধারকৃত রাবার সংস্থার প্রক্রিয়াজাতকরণ কারখানায় হস্তান্তর করা হয়েছে।সরকারি প্রাকৃতিক সম্পদ রক্ষা, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গঠনে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ফটিকছড়ি রাবার বাগানে রাবার উদ্ধারের মধ্যে দিয়ে আরেকবার আনসার সদস্যরা তাদের সামর্থ্যের পরিচয় দিয়েছে। বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আনসার সদস্যদের কঠোর পদক্ষেপ গ্রহণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
























