০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সলুয়া আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন মোঃ আব্দুল্লাহ আল সাকিল ও বিদ্যোৎসাহী সদস্য  মোঃ সাহিদুর রহমান  

Reporter Name
  • Update Time : ০৬:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫১৭ Time View

মোঃ শহিদুল ইসলাম চৌগাছা উপজেলা প্রতিনিধিঃ

 

যশোর জেলার চৌগাছা উপজেলার সলুয়া আদর্শ ডিগ্রি কলেজের গভনিং বডির সভাপতি হয়েছেন আফরা গ্রামের কৃতি সন্তান মরহুম লোকমান হোসেন পুত্র মো আব্দুল্লাহ আল সাকিল ও সলুয়া গ্রামের কৃতি সন্তান  মোঃ সাহিদুর রহমান  বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন । কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠভাবে অব্যাহত রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরে অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো আব্দুল হাই সিদ্দিক সরকার তাদের কে এ কলেজের গভনিং বডির নতুন সভাপতি ও  বিদ্যোৎসাহী পদে অনুমোদন দেন । কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মোজাম্মেল  বিয়টি নিশ্চিত করেছেন। এদিকে  মো আব্দুল্লাহ আল সাকিল ও  মোঃ সাহিদুর রহমান  যশোর জেলার চৌগাছা থানার সলুয়া আদর্শ কলেজের গভনিং বডির সভাপতি ও  বিদ্যোৎসাহী  নির্বাচিত হওয়ায় তাদের কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  এলাবাসী, কলেজে প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ। এক প্রতিক্রিয়ায়  সলুয়া আদর্শ কলেজের গভনিং বডির সভাপতি মো আব্দুল্লাহ আল সাকিল বলেন  আমাকে গভনিং বডির সভাপতি নির্বাচিত করায় আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ কে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি ঐতিহ্যবাহি সলুয়া আদর্শ  ডিগ্রি কলেজের হারানো সুনাম ফিরিয়ে আনার চেষ্ঠা করব। এছাড়াও কলেজের লেখা পড়ার গুণগত ও সময়োপযোগী  শিক্ষার মান এগিয়ে নিতে চেষ্ঠা করবো। এজন্য কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাবাসীর সহযোগিতা চাই।  আমি ও সাহিদুর রহমান আমরা দুই জনই এই কলেজের ছত্রি ছিলাম , তাই জানি সবাই আমাদের থেকে কি চায়? আমরা চেষ্ঠা করব এলাবাসীর সেই আশা পূরণ করার।  উল্লেখ্য গত ৬-২-২৫ ইং তারিখে (INS02-4/00191/2017/0537/5450) স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরে অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭নং ধারার ক্ষমতা বলে অত্র কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল সাকিল এর মনোনয়ন পরিবর্তপূর্বক তদ্স্থলে সভাপতি হিসেবে এ্যাডভোকেট মোঃ আলীবুদ্দীন খান এবং বিদ্যোৎসাহী সদস্য মো সাহিদুর রহমান এর মনোনয়ন পরিবর্তপূর্বক তদ্স্থলে  বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মোঃ সাজ্জাদ হোসেন কে মনোনয়ন দেওয়া হয়। সেটা পরিবর্ত  করে আজ ৯/২/২৫ইং (রবিবার) তারিখে (INS02-4/00191/2017/0537/5472) স্মারকে  (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭নং ধারার ক্ষমতা বলে   আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরে অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে  মোঃ আব্দুল্লাহ আল সাকিল কে সভাপতি ও মোঃ সাহিদুর রহমান কে  বিদ্যোৎসাহী সদস্য হিসেবে পূনরায়  মনোনয়ন দিয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সলুয়া আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি হলেন মোঃ আব্দুল্লাহ আল সাকিল ও বিদ্যোৎসাহী সদস্য  মোঃ সাহিদুর রহমান  

Update Time : ০৬:২৮:০১ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

মোঃ শহিদুল ইসলাম চৌগাছা উপজেলা প্রতিনিধিঃ

 

যশোর জেলার চৌগাছা উপজেলার সলুয়া আদর্শ ডিগ্রি কলেজের গভনিং বডির সভাপতি হয়েছেন আফরা গ্রামের কৃতি সন্তান মরহুম লোকমান হোসেন পুত্র মো আব্দুল্লাহ আল সাকিল ও সলুয়া গ্রামের কৃতি সন্তান  মোঃ সাহিদুর রহমান  বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন । কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠভাবে অব্যাহত রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরে অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো আব্দুল হাই সিদ্দিক সরকার তাদের কে এ কলেজের গভনিং বডির নতুন সভাপতি ও  বিদ্যোৎসাহী পদে অনুমোদন দেন । কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ মোজাম্মেল  বিয়টি নিশ্চিত করেছেন। এদিকে  মো আব্দুল্লাহ আল সাকিল ও  মোঃ সাহিদুর রহমান  যশোর জেলার চৌগাছা থানার সলুয়া আদর্শ কলেজের গভনিং বডির সভাপতি ও  বিদ্যোৎসাহী  নির্বাচিত হওয়ায় তাদের কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  এলাবাসী, কলেজে প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ। এক প্রতিক্রিয়ায়  সলুয়া আদর্শ কলেজের গভনিং বডির সভাপতি মো আব্দুল্লাহ আল সাকিল বলেন  আমাকে গভনিং বডির সভাপতি নির্বাচিত করায় আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ কে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি ঐতিহ্যবাহি সলুয়া আদর্শ  ডিগ্রি কলেজের হারানো সুনাম ফিরিয়ে আনার চেষ্ঠা করব। এছাড়াও কলেজের লেখা পড়ার গুণগত ও সময়োপযোগী  শিক্ষার মান এগিয়ে নিতে চেষ্ঠা করবো। এজন্য কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাবাসীর সহযোগিতা চাই।  আমি ও সাহিদুর রহমান আমরা দুই জনই এই কলেজের ছত্রি ছিলাম , তাই জানি সবাই আমাদের থেকে কি চায়? আমরা চেষ্ঠা করব এলাবাসীর সেই আশা পূরণ করার।  উল্লেখ্য গত ৬-২-২৫ ইং তারিখে (INS02-4/00191/2017/0537/5450) স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরে অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭নং ধারার ক্ষমতা বলে অত্র কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল সাকিল এর মনোনয়ন পরিবর্তপূর্বক তদ্স্থলে সভাপতি হিসেবে এ্যাডভোকেট মোঃ আলীবুদ্দীন খান এবং বিদ্যোৎসাহী সদস্য মো সাহিদুর রহমান এর মনোনয়ন পরিবর্তপূর্বক তদ্স্থলে  বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মোঃ সাজ্জাদ হোসেন কে মনোনয়ন দেওয়া হয়। সেটা পরিবর্ত  করে আজ ৯/২/২৫ইং (রবিবার) তারিখে (INS02-4/00191/2017/0537/5472) স্মারকে  (সংশোধন) সংবিধি ২০১৯ এর ৭নং ধারার ক্ষমতা বলে   আবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরে অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে  মোঃ আব্দুল্লাহ আল সাকিল কে সভাপতি ও মোঃ সাহিদুর রহমান কে  বিদ্যোৎসাহী সদস্য হিসেবে পূনরায়  মনোনয়ন দিয়েছেন।