কুমারখালীতে ছাত্রদলের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ও আলোচনা সভা
- Update Time : ০৯:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / ৪৪ Time View

মাহাবুব হোসেন, লিখনী ডেস্ক :
কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছিল।
শনিবার ( ৮ নভেম্বর) বিকালে কুমারখালী উপজেলার পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে কুমারখালী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়।
কুমারখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু কাওসার অপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আাসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
সেসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মুজাক্কির রহমান রাব্বি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা সৈয়দা ফাহিমা বানু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাতিল মাহমুদ, কুমারখালী মহিলা কলেজের অধ্যক্ষ আক্তারুজ্জামান লিপন, কুমারখালী পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন,
খোকসা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম, খোকসা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম রিয়াজ, খোকসা পৌর ছাত্রদলের সদস্য সচিব মুহব্বত হোসেন, কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয় হোসেন, কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলেরসাধারন সম্পাদক শাকিল আহমেদ।
এই আলোচনা সভা শেষে বাস স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের মধ্য দিয়ে হল বাজার পর্যন্ত যায় আবার সেখান থেকে বাস বাসস্ট্যান্ডে ফিরে আসেন এ সময় তারেক রহমানের ৩১ দফা লিফলেট সাধারণ জনগণের মাঝে বিতরণ করা হয়।
র্যালিতে কুমারখালী উপজেলার ছাত্রদল ও বিএনপির সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

























