কুষ্টিয়ায় কুমারখালীতে বাবা-ছেলের রহস্যজনক মৃত্যু

- Update Time : ০২:১৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৭ Time View

মাহাবুব হোসেন, লিখনী ডেস্ক:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়া গ্রামে একদিনের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার সকালে স্থানীয়দের নজরে এলে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এর আগে, বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে সম্ভু চরণ হালদার (বাবা) মৃত্যুবরণ করেন। পরদিন সকালে তার ছেলে বিজয় কুমার হালদারের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
সূত্রে জানা গেছে, বাবা-ছেলের মধ্যে পারিবারিক মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে সম্ভু চরণ হালদার মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যু মেনে নিতে না পেরে বিজয় কুমার বাড়ির পাশে একটি নির্জন বাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, ‘রাতে বাবার মৃত্যুর পর সকালে বাড়ির পাশের একটি বাগান থেকে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।