সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ঝিনাইদহ – ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা।
- Update Time : ১০:১৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ১ Time View

শামীম আহমেদ মহেশপুর (ঝিনাইদহ) থেকেঃ-
ঝিনাইদহ জেলা ও মহেশপুর -কোটচাদপুরের উপজেলা এবং পৌর বিএনপির নেতা কর্মীদের যৌথ সভায় সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ঝিনাইদহ – ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা।
শুক্রবার বিকালে মহেশপুর উপজেলার খালিশপুর হাইস্কুল মাঠে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ড।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ -৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কেন্দ্র কমিটির তথ্য ও গবেষণা সহ সম্পাদক মোঃ আমিরুজ্জামান খাঁন শিমুল, কেন্দ্র কৃষক দলের যুগ্ম সহ সম্পাদক মোঃ ইন্জিনিয়ার মোমিনুর রহমান, মহেশপুর উপজেলা সভাপতি মেহেদী হাসান রনি, ভার্চুয়াল বক্তব্য রাখেন সাবেক যাসাসের সাঃ সম্পাদক কন্ঠ শিল্পী মনির খান। সভা পরিচালনা করেন ঝিনাইদহ জেলা সেক্রেটারী মোঃ জাহিদুজ্জামান মনা।
অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলার সভাপতি আব্দুর রাজ্জাক, কোটচাঁদুর পৌর বিএনপির সভাপতি সালাউদ্দিন বুলবুল সিডল, মহেশপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু, মহেশপুর উপজেলার সাঃ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস,কোটচাঁদুর উপজেলার সাধারণ সম্পাদক লিয়াকত আলি, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও কোটচাদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম। বক্তারা বৱেন ঝিনাইদহ -৩ আসনটি পুনরুদ্ধারের জন্য সকলেই এক সাথে কাজ করতে হবে এখানে কোন বিভেদ সৃষ্টি করা যাবেনা। প্রধান অতিথি কেন্দ্রের নির্দেশনা সকলকে অবগত করান।












