ঝিনাইদহ কালীগঞ্জে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত।
- Update Time : ১০:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
- / ০ Time View

মোঃমাহাবুবুর রহমান।
কালীগঞ্জ(ঝিনাইদহ)থেকে।
কেন্দ্র ঘোষীত গোটা দেশ ব্যাপী জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালির অংশ হিসেবে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নতুন বাজার চিত্রা নদীর পাড়ে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা র্্যালী আয়োজন করা হয।
কালীগঞ্জ উপজেলা জাকের পার্টির পৌর সভাপতি
মোঃ সামন হোসেন’ র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,
খাজা মোস্তফা আমির ফয়সাল মোজাদ্দেদী
বিশেষ অতিথি ছিলেন,
জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম ফয়সাল মুজাদ্দেদী
জাকের পার্টির ছাত্রী ফ্রন্টের সভাপতি ফারাহ্ আমির ফযসাল।
টিম প্রধান হিসাবে উপস্হিত ছিলেন, ঝিনাইদহ দক্ষিণ জেলার সভাপতি
মোঃ ইসাহক আলী বিশ্বাস
এ ছাড়া আরও উপস্হিত ছিলেন, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও—-জনসভা ও সমাবেশ শেষে।
কালীগঞ্জ নতুন বাজার থেকেএকটি র্যালিটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার এসে একই স্থানে উপস্থিত হয়ে জনসভার সমাপ্তি হয়।পরিশেষে
পাক কালাম ফাতেহা শরীফ পড়ে মোনাজাত।
মোনাজাত শেষে
উপস্হিত সকল নেতাকর্মীর মাঝে তাবারক বিতরণ করা হয়।























