০১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দোহার নবাবগঞ্জে একমাত্র যানবাহন ঘোড়ার গাড়ী।

Reporter Name
  • Update Time : ০২:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / ১৫০ Time View

মো ইয়াকুব আলী তালুকদার

দোহার-নবাবগন্জ থেকে

ঢাকার অন্যতম একটি আসন দোহার নবাবগঞ্জ। এই উপজেলায় দেশের বড়ো বড়ো শিল্পপতির গ্রামের বাড়ী এবং অসংখ্য প্রবাসীদের বাড়ী হওয়া সত্বেও কৃষি পণ্যে ব্যাপক অবদান রয়েছে। এখানে ধান,পাট,গম,আলু,ভুট্টা, ধনচে সহ সবজি চাষ করে থাকে। ঢাকার অদূরে হওয়ায় এসব পণ্যের কদর অনেক বেশি। কিন্তু ফসলী জমি গুলো কৃষকের বাড়ী থেকে অনেক দূরে হওয়ার কারণে জমি থেকে ফসল আনার জন্য ঘোড়ার গাড়ীই একমাত্র যানবাহনের মাধ্যম।
কামারখোলা, গালিমপুর, টিকরপুর ,চুড়াইন, পাড়াগ্রাম, বর্ধণপাড়া, কোমড়গন্জসহ বিভিন্ন স্থানে ঘোড়ার গাড়ী ফসল আনার জন্য যানবাহন হিসেবে ব্যাবহার করা হয়। এতে জমির ফসল আনা ও নেওয়ার কাজ অনেকটাই সহজ হয়ে থাকে।

Tag :

Please Share This Post in Your Social Media

দোহার নবাবগঞ্জে একমাত্র যানবাহন ঘোড়ার গাড়ী।

Update Time : ০২:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

মো ইয়াকুব আলী তালুকদার

দোহার-নবাবগন্জ থেকে

ঢাকার অন্যতম একটি আসন দোহার নবাবগঞ্জ। এই উপজেলায় দেশের বড়ো বড়ো শিল্পপতির গ্রামের বাড়ী এবং অসংখ্য প্রবাসীদের বাড়ী হওয়া সত্বেও কৃষি পণ্যে ব্যাপক অবদান রয়েছে। এখানে ধান,পাট,গম,আলু,ভুট্টা, ধনচে সহ সবজি চাষ করে থাকে। ঢাকার অদূরে হওয়ায় এসব পণ্যের কদর অনেক বেশি। কিন্তু ফসলী জমি গুলো কৃষকের বাড়ী থেকে অনেক দূরে হওয়ার কারণে জমি থেকে ফসল আনার জন্য ঘোড়ার গাড়ীই একমাত্র যানবাহনের মাধ্যম।
কামারখোলা, গালিমপুর, টিকরপুর ,চুড়াইন, পাড়াগ্রাম, বর্ধণপাড়া, কোমড়গন্জসহ বিভিন্ন স্থানে ঘোড়ার গাড়ী ফসল আনার জন্য যানবাহন হিসেবে ব্যাবহার করা হয়। এতে জমির ফসল আনা ও নেওয়ার কাজ অনেকটাই সহজ হয়ে থাকে।