০১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : ০৮:৪৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / ৭৮ Time View

 

তুহিনুর রহমান তালুকদার
স্টাফ রির্পোটার :-

ফিলিস্তিনের গাজা ও রাফাহতে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় হাজারো নিরপরাধ মুসলমান শহীদ হওয়ার প্রতিবাদে নবীগঞ্জ শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মুসলিম ইয়ুথ ক্যাম্পের আয়োজনে রোববার (৬ এপ্রিল) এই বিক্ষোভ মিছিলে শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

মিছিলটি নবীগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়।

শান্তিপূর্ণ এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

বক্তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান, অবিলম্বে এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের রক্ষা করতে হবে।

তারা বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মুসলিম ইয়ুথ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, এই বর্বরতার প্রতিবাদে ভবিষ্যতেও আরও জোরালো কর্মসূচি পালন করা হবে, যাতে বিশ্ববাসীর সামনে এই অবিচারের চিত্র তুলে ধরা যায়।

Tag :

Please Share This Post in Your Social Media

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল

Update Time : ০৮:৪৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

 

তুহিনুর রহমান তালুকদার
স্টাফ রির্পোটার :-

ফিলিস্তিনের গাজা ও রাফাহতে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় হাজারো নিরপরাধ মুসলমান শহীদ হওয়ার প্রতিবাদে নবীগঞ্জ শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মুসলিম ইয়ুথ ক্যাম্পের আয়োজনে রোববার (৬ এপ্রিল) এই বিক্ষোভ মিছিলে শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

মিছিলটি নবীগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়।

শান্তিপূর্ণ এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন।

বক্তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান, অবিলম্বে এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের রক্ষা করতে হবে।

তারা বিশ্ব মুসলিম উম্মাহকে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মুসলিম ইয়ুথ ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, এই বর্বরতার প্রতিবাদে ভবিষ্যতেও আরও জোরালো কর্মসূচি পালন করা হবে, যাতে বিশ্ববাসীর সামনে এই অবিচারের চিত্র তুলে ধরা যায়।