শিবচরের নতুন সংস্কার হওয়া সড়কের বেহাল দশা।
- Update Time : ১১:৩২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭৭ Time View

শিবচর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়নের রাজারচর মফিতুল্লাহ হাওলাদার কান্দি এলাকার আমজাদ হোসেন খান সেতুর সড়কের বেহাল দশা । গত মাসে পুরাপুরি সড়কের সংস্কার কাজ শেষ হলে তার ১০ থেকে ২০ দিন পরেই চলাচল করে মাটির ট্রাক। মাটি বাহী ট্রাকের সড়ক না হওয়া স্বত্বেও এই সড়কে চলছে বিশাল ওজনের মালবাহী মাটির ট্রাক। তাছাড়া যারা সড়কের সংস্কার করেছে তারা কোন প্রকার সাইন বোর্ড না লাগিয়ে দেওয়ার কারনে বিভিন্ন ধরনের ওজনের মালবাহী গাড়ি চলাচল করছে । অতিরিক্ত ওজনের মালবাহী গাড়ি চালচলের কারনে শিবচরের বন্দরখোলা ইউনিয়নের ক্লিনিক এবং ইউনিয়ন পরিষদের সামনের সড়ক ভেঙ্গে গেছে। প্রতিনিয়ত এই সড়কে হাজার লোকজন এবং শতাধিক যানবাহন চলাচল করে । এছাড়া কৃষকের স্বল্প ওজনের গাড়ি চলাচল করে । অবৈধ মাটির ট্রাক চলাচলের কারনে সড়কের বেহাল দশা ।
এ বিষয়ে এলাকা বাসীকে জিজ্ঞেস করলে তারা বলেন , আমরা এসব মাটির ট্রাকের চলাচলের কারনে ঠিকমতো রাস্তায় বের হতে পারি না এবং আমাদের ভয় করে তাদের বেপোরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য।আমাদের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা রাস্তায় চলাচল করতে ভয় পায় । এছাড়া তারা আরো বলেন প্রশাসনের নিকট আমাদের দাবি এই রাস্তার শুরুতে একটা সাইন বোর্ড লাগিয়ে দেওয়া , যাতে লেখা থাকবে কত ওজন সীমার মালবাহী গাড়ি চলতে পারবে ।






















