০৬:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র ৩৭তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে কার্যক্রম পরিদর্শন ও মোটর র‌্যালী

Reporter Name
  • Update Time : ০৮:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / ৫০ Time View

 

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:-
বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৭তম মহান ২৬ আশ্বিন ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন শাখা সমূহের সার্বিক অংশগ্রহণে দাওয়াতী কার্যক্রম, শাখা কমিটিকে উদ্বুদ্ধকরণ ও শাখা কমিটির কার্যক্রম পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির অংশ হিসেবে ৪ অক্টোবর ২০২৫ ইংরেজি, রোজ শনিবার সকাল ৯টা-এ পাইন্দং পেলাগাজীর মোড় থেকে এক মোটর র‌্যালির শুভ উদ্বোধনের মাধ্যমে উত্তর ফটিকছড়ি (ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা ও বাগান বাজার ইউনিয়ন)-এর শাখা কমিটিসমূহের কার্যক্রম পরিদর্শন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সমন্বয়কারী “ক” জোন
মাষ্টার মোহাম্মদ দিদারুল আলম, মাষ্টার মোহাম্মদ মনির উদ্দিন খোরশেদ, মোহাম্মদ আলমগীর আলম, মোহাম্মদ আলাউদ্দিন। মোটর র‌্যালি আয়োজনে আহবায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সদস্য সচিব শহীদুল্লাহ শাকিল, মোটর র‌্যালিতে সক্রিয় অংশগ্রহণকারীগণ পাইন্দং ইউনিয়নের শাখা কমিটি সদস্যগন রাশেদ, হাসান, শাওন, আরিফ, তরুণ কুমার, রায়হান, জয়নাল , শাকিব,হেলাল,রায়হান,শাকিব,মিজবা, আনিজ, ফোরখান, নঈাম, ডা. এরশাদ, জয়নাল, মো. সাদ্দাম হোসেন প্রমুখ। উদ্বোধনের পর ধারাবাহিকভাবে নিম্নোক্ত শাখাসমূহের দাওয়াতী কার্যক্রম পরিদর্শন অনুষ্ঠিত হয় ভূজপুর ইউনিয়ন, ভুজপুর কাজিরহাট শাখা, পূর্ব সিংহরিয়া শাখা, সিংহরিয়া ৫নং ওয়ার্ড শাখা, মহোন্তরখিল শাখা, নারায়ণহাট ইউনিয়ন, ইদিলপুর শাখা, মির্জারহাট শাখা, হাঁপানিয়া শাখা, নারায়ণহাট শাখা, দক্ষিণ কুলালপাড়া শাখা, হাসনাবাদ চূড়ামণি শাখা, বাদুরখীল শাখা, দাঁতমারা ইউনিয়ন, দাঁতমারা শাখা, নিশ্চিন্তা সিকদারপাড়া ৩নং ওয়ার্ড শাখা, হেয়াকো বাজার শাখা, হারুন মার্কেট শাখা, বাগান বাজার ইউনিয়ন, বাগান বাজার চিকনছড়া ভান্ডারী পাড়া শাখা।

Tag :

Please Share This Post in Your Social Media

হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র ৩৭তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে কার্যক্রম পরিদর্শন ও মোটর র‌্যালী

Update Time : ০৮:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

 

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম:-
বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৭তম মহান ২৬ আশ্বিন ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা “ক” জোনের আওতাধীন শাখা সমূহের সার্বিক অংশগ্রহণে দাওয়াতী কার্যক্রম, শাখা কমিটিকে উদ্বুদ্ধকরণ ও শাখা কমিটির কার্যক্রম পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির অংশ হিসেবে ৪ অক্টোবর ২০২৫ ইংরেজি, রোজ শনিবার সকাল ৯টা-এ পাইন্দং পেলাগাজীর মোড় থেকে এক মোটর র‌্যালির শুভ উদ্বোধনের মাধ্যমে উত্তর ফটিকছড়ি (ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা ও বাগান বাজার ইউনিয়ন)-এর শাখা কমিটিসমূহের কার্যক্রম পরিদর্শন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনিক সমন্বয়কারী “ক” জোন
মাষ্টার মোহাম্মদ দিদারুল আলম, মাষ্টার মোহাম্মদ মনির উদ্দিন খোরশেদ, মোহাম্মদ আলমগীর আলম, মোহাম্মদ আলাউদ্দিন। মোটর র‌্যালি আয়োজনে আহবায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সদস্য সচিব শহীদুল্লাহ শাকিল, মোটর র‌্যালিতে সক্রিয় অংশগ্রহণকারীগণ পাইন্দং ইউনিয়নের শাখা কমিটি সদস্যগন রাশেদ, হাসান, শাওন, আরিফ, তরুণ কুমার, রায়হান, জয়নাল , শাকিব,হেলাল,রায়হান,শাকিব,মিজবা, আনিজ, ফোরখান, নঈাম, ডা. এরশাদ, জয়নাল, মো. সাদ্দাম হোসেন প্রমুখ। উদ্বোধনের পর ধারাবাহিকভাবে নিম্নোক্ত শাখাসমূহের দাওয়াতী কার্যক্রম পরিদর্শন অনুষ্ঠিত হয় ভূজপুর ইউনিয়ন, ভুজপুর কাজিরহাট শাখা, পূর্ব সিংহরিয়া শাখা, সিংহরিয়া ৫নং ওয়ার্ড শাখা, মহোন্তরখিল শাখা, নারায়ণহাট ইউনিয়ন, ইদিলপুর শাখা, মির্জারহাট শাখা, হাঁপানিয়া শাখা, নারায়ণহাট শাখা, দক্ষিণ কুলালপাড়া শাখা, হাসনাবাদ চূড়ামণি শাখা, বাদুরখীল শাখা, দাঁতমারা ইউনিয়ন, দাঁতমারা শাখা, নিশ্চিন্তা সিকদারপাড়া ৩নং ওয়ার্ড শাখা, হেয়াকো বাজার শাখা, হারুন মার্কেট শাখা, বাগান বাজার ইউনিয়ন, বাগান বাজার চিকনছড়া ভান্ডারী পাড়া শাখা।