০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঈদে ঘরে ফেরা—প্রত্যাশার পথরুদ্ধ মানুষের গল্প

মোঃ রবিউল ইসলাম (রবি)
  • Update Time : ১১:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • / ১৮০ Time View

 

মোঃ রবিউল ইসলাম (রবি)
নিজস্ব প্রতিবেদকঃ-

ঈদ মানে খুশি, পরিবার, আর একসঙ্গে কাটানো সময়। তবে এ আনন্দের মেলবন্ধন প্রতিবার সবার জীবনে ঘটেনা। দেশের বিভিন্ন প্রান্তে লাখো মানুষ রয়েছেন, যারা ঈদের সময়েও প্রিয়জনের সঙ্গে ঘরে ফিরতে পারেন না। এদের কেউ শ্রমজীবী, কেউ প্রবাসী, আবার কেউ অসহায় অবস্থায় আটক রয়েছেন। তাদের জীবনের গল্পগুলো আমাদের প্রথাগত ঈদ উদযাপনের বাইরে থাকা এক ভিন্ন বাস্তবতা তুলে ধরে।
ঢাকা বাসস্ট্যান্ডে কাজ করেন সবুজ মিয়া। ৩২ বছর বয়সী এই ব্যক্তি পেশায় একজন হেলপার। ঈদে বাস চলাচল বন্ধ থাকায় তার কর্মসংস্থান প্রায় বন্ধ হয়ে যায়। “যতবারই বাড়ি যাওয়ার চেষ্টা করি, ভাড়া আর সময়ের অভাবে পারি না। পরিবার আমার জন্য অপেক্ষা করলেও তাদের কাছে যাওয়ার সামর্থ্য হয় না। আমার ঈদ এখানেই কাটে—বাসের ধোঁয়া আর শব্দের মধ্যে,” বলেন সবুজ।

মধ্যপ্রাচ্যের কাতারে কর্মরত জে,আই মানিক গত তিন বছর ধরে ঈদে দেশে ফিরতে পারেননি। তিনি জানান, “এখানে কাজের চাপ এত বেশি যে ছুটি পাওয়া প্রায় অসম্ভব। প্রতি ঈদে ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলি, কিন্তু সেই উষ্ণতাটা অনুভব করতে পারি না। আমার সন্তান আমাকে ঈদের দিনে দেখতে চায়, কিন্তু আমি শুধু প্রতিশ্রুতি দিই।”

দেশের বিভিন্ন কারাগারে আটকা হাজারো মানুষের জন্য ঈদ একেবারে ভিন্নরকম। তাদের পরিবার অপেক্ষায় থাকে, কিন্তু তারা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান না। কারাগারের এক সমাজসেবক জানান, “অনেক বন্দি ঈদের নামাজ পড়লেও পরিবারের জন্য মন খারাপ করে। এদের বেশিরভাগই অপেক্ষায় থাকে পুনর্মিলনের।”
রংপুরে পথশিশু এবং গৃহহীনদের ঈদ কাটে অভাবের তাড়নায়। রাস্তার পাশে বসে থাকা ১২ বছরের রিয়া জানায়, “ঈদের দিনেও আমরা এক টুকরো মাংস বা ভালো খাবার পাই না। কেউ যদি সাহায্য করে, তখন হয়তো একটু ভালো লাগে। কিন্তু সবার যখন নতুন জামা থাকে, আমার তখন কিছুই থাকে না।”
ঈদের আনন্দ উপভোগ করতে না পারা এই মানুষদের জীবনের গল্পগুলো প্রায়ই উপেক্ষিত থেকে যায়। কিন্তু এদের প্রতিদিনের সংগ্রাম এবং প্রত্যাশা আমাদের চোখে আনে এক নতুন বাস্তবতা। সমাজের সুবিধাভোগী অংশ হিসেবে আমাদের উচিত এদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য ঈদের আনন্দ ভাগ করে নেওয়া।

Tag :

Please Share This Post in Your Social Media

ঈদে ঘরে ফেরা—প্রত্যাশার পথরুদ্ধ মানুষের গল্প

Update Time : ১১:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫

 

মোঃ রবিউল ইসলাম (রবি)
নিজস্ব প্রতিবেদকঃ-

ঈদ মানে খুশি, পরিবার, আর একসঙ্গে কাটানো সময়। তবে এ আনন্দের মেলবন্ধন প্রতিবার সবার জীবনে ঘটেনা। দেশের বিভিন্ন প্রান্তে লাখো মানুষ রয়েছেন, যারা ঈদের সময়েও প্রিয়জনের সঙ্গে ঘরে ফিরতে পারেন না। এদের কেউ শ্রমজীবী, কেউ প্রবাসী, আবার কেউ অসহায় অবস্থায় আটক রয়েছেন। তাদের জীবনের গল্পগুলো আমাদের প্রথাগত ঈদ উদযাপনের বাইরে থাকা এক ভিন্ন বাস্তবতা তুলে ধরে।
ঢাকা বাসস্ট্যান্ডে কাজ করেন সবুজ মিয়া। ৩২ বছর বয়সী এই ব্যক্তি পেশায় একজন হেলপার। ঈদে বাস চলাচল বন্ধ থাকায় তার কর্মসংস্থান প্রায় বন্ধ হয়ে যায়। “যতবারই বাড়ি যাওয়ার চেষ্টা করি, ভাড়া আর সময়ের অভাবে পারি না। পরিবার আমার জন্য অপেক্ষা করলেও তাদের কাছে যাওয়ার সামর্থ্য হয় না। আমার ঈদ এখানেই কাটে—বাসের ধোঁয়া আর শব্দের মধ্যে,” বলেন সবুজ।

মধ্যপ্রাচ্যের কাতারে কর্মরত জে,আই মানিক গত তিন বছর ধরে ঈদে দেশে ফিরতে পারেননি। তিনি জানান, “এখানে কাজের চাপ এত বেশি যে ছুটি পাওয়া প্রায় অসম্ভব। প্রতি ঈদে ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলি, কিন্তু সেই উষ্ণতাটা অনুভব করতে পারি না। আমার সন্তান আমাকে ঈদের দিনে দেখতে চায়, কিন্তু আমি শুধু প্রতিশ্রুতি দিই।”

দেশের বিভিন্ন কারাগারে আটকা হাজারো মানুষের জন্য ঈদ একেবারে ভিন্নরকম। তাদের পরিবার অপেক্ষায় থাকে, কিন্তু তারা প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পান না। কারাগারের এক সমাজসেবক জানান, “অনেক বন্দি ঈদের নামাজ পড়লেও পরিবারের জন্য মন খারাপ করে। এদের বেশিরভাগই অপেক্ষায় থাকে পুনর্মিলনের।”
রংপুরে পথশিশু এবং গৃহহীনদের ঈদ কাটে অভাবের তাড়নায়। রাস্তার পাশে বসে থাকা ১২ বছরের রিয়া জানায়, “ঈদের দিনেও আমরা এক টুকরো মাংস বা ভালো খাবার পাই না। কেউ যদি সাহায্য করে, তখন হয়তো একটু ভালো লাগে। কিন্তু সবার যখন নতুন জামা থাকে, আমার তখন কিছুই থাকে না।”
ঈদের আনন্দ উপভোগ করতে না পারা এই মানুষদের জীবনের গল্পগুলো প্রায়ই উপেক্ষিত থেকে যায়। কিন্তু এদের প্রতিদিনের সংগ্রাম এবং প্রত্যাশা আমাদের চোখে আনে এক নতুন বাস্তবতা। সমাজের সুবিধাভোগী অংশ হিসেবে আমাদের উচিত এদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য ঈদের আনন্দ ভাগ করে নেওয়া।