সাংবাদিককে প্রাণনাশের হুমকি অতঃপর থানায় অভিযোগ
- Update Time : ০৯:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
- / ১২৩ Time View

ক্রাইম রিপোর্টার (যশোর)
নড়াইল জেলার নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোঃ রায়হান হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে অভয়নগর থানার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের কামরুল এর মুদি ও সারের দোকানের সামনে পাকা রাস্তার উপর।
অভিযোগকারী সাংবাদিক রায়হানের সাথে কথা বলে জানা যায় আনুমানিক ১:২০ ঘটিকার সময় পুড়াখালী গ্রামের ১।রাজু হোসেন ( ২২) পিতা: অজ্ঞত ২। রেজা মোড়ল(৩৫) পিতা:আলাল মোড়ল উভয়ই শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের বাসিন্দা। ১ নং বিবাদী রাজুর সাথে সামান্য ভুল বোঝাবুঝি নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমাকে দেখিয়া লইবে বলে হুমকি প্রদান করিয়া চলিয়া যায়।
১ নং বিবাদীর সাথে কথা কাটাকাটির বিষয়টি ২ নং বিবাদীর নিকট আনুমানিক ২:৪০ ঘটিকার সময় ফোন করিয়া বললে আমাকে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালাগালি করে, গালাগালি করার এক পর্যায়ে আমাকে হত্যা করিবে বলে হুমকি দেয় এবং হত্যা করিয়া লাশ গুম করিবে। উক্ত ঘটনা কে কেন্দ্র করে আমি হতাশায় ভুগিতেছি এবং প্রাণনাশের আশঙ্কাই রয়েছি।
























