০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরের ত্রিমোহিনীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৫:২৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ৪ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে কয়েক শতাধিক শ্রমিক, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ত্রিমোহিনী ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আশরাফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা আমীর অধ্যাপক মোক্তার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার কর্মপরিষদের সদস্য ও ওলামা বিভাগের প্রধান মাওলানা আলফাজুর রহমান, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুস সালাম, উপজেলা কর্মপরিষদের সদস্য ও কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অলিউল্লাহ, এবং যুব বিভাগের উপজেলা সভাপতি আয়াতুল্লাহ খোমেনি প্রমুখ। বক্তারা শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ও ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিক শ্রেণির অধিকার সংরক্ষণ ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়। প্রধান অতিথি মাওলানা আব্দুস সামাদ বলেন, শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণির প্রকৃত কল্যাণ নিশ্চিত করা সম্ভব। বিশেষ অতিথি অধ্যাপক মোক্তার আলী তাঁর বক্তব্যে বলেন,বর্তমান সমাজে শ্রমিকদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। ইসলাম শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই ন্যায়ভিত্তিক শ্রমনীতি প্রতিষ্ঠা সম্ভব। সমাবেশে বক্তারা আরও বলেন, শ্রমিক ফেডারেশনের লক্ষ্য হলো শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করা, তাদের অধিকার আদায়ের সংগ্রামে শক্তিশালী ভূমিকা রাখা এবং ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে অবদান রাখা। সমাবেশ শেষে দেশ, জাতি ও শ্রমিক সমাজের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে শেষ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

কেশবপুরের ত্রিমোহিনীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০৫:২৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে কয়েক শতাধিক শ্রমিক, সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ত্রিমোহিনী ইউনিয়ন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আশরাফুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা আমীর অধ্যাপক মোক্তার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার কর্মপরিষদের সদস্য ও ওলামা বিভাগের প্রধান মাওলানা আলফাজুর রহমান, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুস সালাম, উপজেলা কর্মপরিষদের সদস্য ও কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অলিউল্লাহ, এবং যুব বিভাগের উপজেলা সভাপতি আয়াতুল্লাহ খোমেনি প্রমুখ। বক্তারা শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ও ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিক শ্রেণির অধিকার সংরক্ষণ ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব নয়। প্রধান অতিথি মাওলানা আব্দুস সামাদ বলেন, শ্রমিকরা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণির প্রকৃত কল্যাণ নিশ্চিত করা সম্ভব। বিশেষ অতিথি অধ্যাপক মোক্তার আলী তাঁর বক্তব্যে বলেন,বর্তমান সমাজে শ্রমিকদের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। ইসলাম শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই ন্যায়ভিত্তিক শ্রমনীতি প্রতিষ্ঠা সম্ভব। সমাবেশে বক্তারা আরও বলেন, শ্রমিক ফেডারেশনের লক্ষ্য হলো শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করা, তাদের অধিকার আদায়ের সংগ্রামে শক্তিশালী ভূমিকা রাখা এবং ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে অবদান রাখা। সমাবেশ শেষে দেশ, জাতি ও শ্রমিক সমাজের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনার মাধ্যমে শেষ করা হয়।