কোটচাঁদপুরে এস বি এল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বহুতল ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

- Update Time : ০৩:২২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / ৩০ Time View

জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গায় অবস্থিত এস বি এল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বহুতল ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী হাসান ও দাতা তবিবার রহমান তোতা কোদাল দিয়ে মাটিতে কোপ দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। যাতে ব্যয় ধরা হয়েছে এক কোটি তেতত্রিশ লক্ষ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফদারপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নূরুননবী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন সেক্রেটারি মাস্টার গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষকবৃন্দ, কর্মচারী, সুধী সমাজের প্রতিনিধি এবং সচেতন নাগরিকবৃন্দ।
এ সময় বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় তারা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনের পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয় এবং বিদ্যালয়কে ঘিরে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।