বাগেরহাটে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র উপ-সহকারী পরিচালক এর ষ্ট্যান্ড রিলিজ।

- Update Time : ০১:৩৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৮ Time View

বাগেরহাটে দুর্নীতি দমন কমিশন (দুদক)’র উপ-সহকারী পরিচালক আবুল হাশেমকে ষ্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) করে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) তৌহিদুজ্জামান জনস্বার্থে এই আদেশ জারি করেন। আবুল হাশেম দুদক বাগেরহাট সমন্বিত জেলা কার্যালয়ে উপ-সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই আদেশে আরও বলা হয়, ২৩ সেপ্টেম্বর থেকেই বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য অবমুক্ত হবেন। দুদকের একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, দুদক কর্মকর্তা আবুল হাশেমের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ চাওয়ার দাবি, পরে ৫ লাখ টাকায় দফারফার বিষয়ে গত সোমবার (২২ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ করেন চিতলমারী উপজেলার এসআর ট্রেডার্সের মালিক শহিদুল ইসলাম সোহেল। আবুল হাশেমের সাথে ব্যবসায়ী সোহেলের টাকা লেনদেনের একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে বাগেরহাটের উপ-সহকারী পরিচালক আবুল হাশেমকে প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়।