০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভক্তি’ স্মরণিকা প্রকাশনার মোড়ক উন্মোচন করেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী

Reporter Name
  • Update Time : ০১:০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৬ Time View

 উপমহাদেশের আধ্যাত্ম শরাফতের প্রাণকেন্দ্র মাইজভাণ্ডার দরবারের বাগানের অন্যতম ফুল চেরাগ-এ মাইজভাণ্ডারী বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র মহান ৩৭তম উরশ উপলক্ষে সূর্যগিরি আশ্রমের প্রকাশনায় ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সহযোগীতায় সূর্যগিরি আশ্রম পরিচালনা কমিটি কেন্দ্রীয় পর্ষদের তত্ত্বাবধানে ‘ভক্তি’ নামক স্মরণিকার ২য় প্রকাশনা সম্প্রতি প্রকাশিত হয়েছে। ‘ভক্তি’ স্মরণিকা প্রকাশনার মোড়ক উন্মোচন করেন দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। স্মরণিকার মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য। মওলা হুজুর মাইজভাণ্ডারী ভক্তি স্মরণিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং এই বইয়ে সকল সম্প্রদায়ের অংশগ্রহণে যে অসাম্প্রদায়িক চিন্তার সন্নিবেশ হয়েছে ও মনোনিবেশ ঘটেছে তার জন্য প্রকাশনার সাথে জড়িত সকল ব্যাক্তির ও সংগঠন সমূহকে ধন্যবাদ প্রদান করেন। সূর্যগিরি আশ্রমের সাম্প্রদায়িকতামুক্ত প্রকাশনাকে গৌরবোজ্জ্বল কর্মকাণ্ড হিসাবে আখ্যায়িত করেন। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা লায়ন পণ্ডিত তরুণ কুমার আচার্য, সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, নারায়ণ আচার্য, রুবেল শীল, শংকর দাশ প্রিন্স, ঝুমুর সর্দার, সনজিত দে, নুপুর পাল, তিমুল পাল, শুভ পাল, ইমন পাল, মিশু পাল, জয় পাল, দেবরাজ পাল, দেবজিত পাল, অভিবসু মল্লিক, শিমুল পাল, মিটু দাশ গুপ্ত প্রমূখ।

Tag :

Please Share This Post in Your Social Media

১০

ভক্তি’ স্মরণিকা প্রকাশনার মোড়ক উন্মোচন করেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী

Update Time : ০১:০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

 উপমহাদেশের আধ্যাত্ম শরাফতের প্রাণকেন্দ্র মাইজভাণ্ডার দরবারের বাগানের অন্যতম ফুল চেরাগ-এ মাইজভাণ্ডারী বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র মহান ৩৭তম উরশ উপলক্ষে সূর্যগিরি আশ্রমের প্রকাশনায় ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সহযোগীতায় সূর্যগিরি আশ্রম পরিচালনা কমিটি কেন্দ্রীয় পর্ষদের তত্ত্বাবধানে ‘ভক্তি’ নামক স্মরণিকার ২য় প্রকাশনা সম্প্রতি প্রকাশিত হয়েছে। ‘ভক্তি’ স্মরণিকা প্রকাশনার মোড়ক উন্মোচন করেন দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম মওলা হুজুর হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)। স্মরণিকার মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য। মওলা হুজুর মাইজভাণ্ডারী ভক্তি স্মরণিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং এই বইয়ে সকল সম্প্রদায়ের অংশগ্রহণে যে অসাম্প্রদায়িক চিন্তার সন্নিবেশ হয়েছে ও মনোনিবেশ ঘটেছে তার জন্য প্রকাশনার সাথে জড়িত সকল ব্যাক্তির ও সংগঠন সমূহকে ধন্যবাদ প্রদান করেন। সূর্যগিরি আশ্রমের সাম্প্রদায়িকতামুক্ত প্রকাশনাকে গৌরবোজ্জ্বল কর্মকাণ্ড হিসাবে আখ্যায়িত করেন। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উপদেষ্টা লায়ন পণ্ডিত তরুণ কুমার আচার্য, সভাপতি ধীমান দাশ, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী, সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, নারায়ণ আচার্য, রুবেল শীল, শংকর দাশ প্রিন্স, ঝুমুর সর্দার, সনজিত দে, নুপুর পাল, তিমুল পাল, শুভ পাল, ইমন পাল, মিশু পাল, জয় পাল, দেবরাজ পাল, দেবজিত পাল, অভিবসু মল্লিক, শিমুল পাল, মিটু দাশ গুপ্ত প্রমূখ।