০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামি ব্যাংকে এস আলম নিয়োগকৃত অদক্ষদের অপসারণের দাবিতে ফুলপুরে মানববন্ধন|

Reporter Name
  • Update Time : ০৭:৫৮:২১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ২৬ Time View

ইব্রাহিম হোসেন ( ময়মনসিংহ) প্রতিনিধি : ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অদক্ষ ও অযোগ্য কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ ও বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার দাবিতে ময়মনসিংহের ফুলপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ফুলপুর ইসলামি ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, স্থানীয় সচেতন নাগরিক, বৈষম্য বিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ ও ব্যাংকের সাধারণ গ্রাহক এবং সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইসালামি ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি মোশাররফ হোসেন, বৈষম্য বিরোধী চাকরী প্রত্যাশী পরিষদের শুয়াইব সম্রাট প্রমুখ। বক্তারা বলেন, “ইসলামি ব্যাংক বাংলাদেশের অন্যতম আস্থাভাজন একটি আর্থিক প্রতিষ্ঠান। অথচ ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাবে অদক্ষ, অযোগ্য ও অনভিজ্ঞ লোকদের নিয়োগ দেওয়ার ফলে ব্যাংকটির স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। এতে করে গ্রাহকসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং আমানতকারীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে।” তারা আরও বলেন, “ইসলামি ব্যাংকে এস আলম গ্রুপ একটি বিশেষ অঞ্চলের লোকদের অর্থের বিনিময়ে একচেটিয়া নিয়োগ দিয়েছে। যাদের অধিকাংশই অদক্ষ ও অযোগ্য। তাই বক্তাগন দাবি করেন এসব অবৈধ নিয়োগ বাতিল করে, যোগ্যতাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে, নইলে সারাদেশে আন্দোলনের ডাক দেওয়া হবে।”

Tag :

Please Share This Post in Your Social Media

ইসলামি ব্যাংকে এস আলম নিয়োগকৃত অদক্ষদের অপসারণের দাবিতে ফুলপুরে মানববন্ধন|

Update Time : ০৭:৫৮:২১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

ইব্রাহিম হোসেন ( ময়মনসিংহ) প্রতিনিধি : ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত অদক্ষ ও অযোগ্য কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ ও বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার দাবিতে ময়মনসিংহের ফুলপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ফুলপুর ইসলামি ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, স্থানীয় সচেতন নাগরিক, বৈষম্য বিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ ও ব্যাংকের সাধারণ গ্রাহক এবং সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইসালামি ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি মোশাররফ হোসেন, বৈষম্য বিরোধী চাকরী প্রত্যাশী পরিষদের শুয়াইব সম্রাট প্রমুখ। বক্তারা বলেন, “ইসলামি ব্যাংক বাংলাদেশের অন্যতম আস্থাভাজন একটি আর্থিক প্রতিষ্ঠান। অথচ ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাবে অদক্ষ, অযোগ্য ও অনভিজ্ঞ লোকদের নিয়োগ দেওয়ার ফলে ব্যাংকটির স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। এতে করে গ্রাহকসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং আমানতকারীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে।” তারা আরও বলেন, “ইসলামি ব্যাংকে এস আলম গ্রুপ একটি বিশেষ অঞ্চলের লোকদের অর্থের বিনিময়ে একচেটিয়া নিয়োগ দিয়েছে। যাদের অধিকাংশই অদক্ষ ও অযোগ্য। তাই বক্তাগন দাবি করেন এসব অবৈধ নিয়োগ বাতিল করে, যোগ্যতাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে, নইলে সারাদেশে আন্দোলনের ডাক দেওয়া হবে।”