কিশোরগঞ্জ ভৈরবে, ভৈরব গোস্ত হাউজে মরা গরুর গোস্ত বিক্রি করার অভিযোগে (হোসেন ৩৫ ) নামের এক ব্যক্তিকে ১ মাসের জেল ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করেছেনে ম্যাজিস্ট্রেট।
- Update Time : ০৮:০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
- / ১৭৪ Time View

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ-মোঃ- সনজু মিয়া।
কিশোরগঞ্জ ভৈরবে, কমলপুর গাছতলাঘাট, ভৈরব গোস্ত হাউজে মরা গরুর গোস্ত বিক্রি করার।
অভিযোগে (হোসেন ৩৫) পিতাঃনসুর উদ্দিন বাড়ি আগানগর, এক গোস্ত ব্যবসায়ীকে, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে। ১ মাসের জেল ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা প্রদান করেছেন, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি ।
এই উক্ত বিষয়ে তথ্যসূত্রে, আরো জানা যায় যে, ভৈরব গোস্ত হাউজে বেশ কিছুদিন যাবৎ বড় বড় ইন্ডিয়ান বলদ গরু,ও দেশীয় জাতের ষাঁড় গরু জবাই করে আসিতেছে। এতে করে ক্রেতাদের আকর্ষণ বাড়ছে আর এই সুযোগ কে কাজে লাগিয়ে, এই অপকর্মের সাথে লিপ্ত হয়েছেন। বলে ধারণা করছেন, এলাকাবাসী। এবং এই ধরনের অন্যায় কখনো ক্ষমার যোগ্য নয় বলে মনে করেন এলাকাবাসী। তাই উক্ত ব্যক্তি কে দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এবং অপরাধী প্রমান হয়েছে বিধায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি ম্যাজিস্ট্রেট যথার্থ ব্যবস্থা গ্রহণ করেছেন।
এলাকাবাসীর তথ্যসূত্রে আরো জানা যায়,যে,তারা আগেও এই মরা গরু বিক্রির কারণে RAB এর হাতে আটক হয়েছিলেন। সে একই অপরাধের কারণে আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ভৈরব পৌর শহরের কমলপুর গাছতলাঘাট এলাকায়,দ্বিতীয়বারের মতন,মরা গরু বিক্রির অভিযোগে ভৈরব গোস্ত হাউজের (হোসেন ৩৫) নামের এক ব্যক্তি, আবারো আটক হলেন। এই পবিত্র, মাহে রমজান মাসে
এরকম ঘৃণিত একটি কাজ করাই তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। ।
























