ফলিয়ার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন স্থগিত, প্রতিনিধি কমিটি গঠন।
- Update Time : ০৮:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ৪৭ Time View

মোঃ মোখলেছুর রহমান ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ফলিয়ার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড-এর চলমান নির্বাচন প্রক্রিয়ায় দুর্নীতি, অনিয়ম ও হিসাব জালিয়াতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। এই প্রেক্ষাপটে স্থানীয় জনগণ ও সমবায় সদস্যদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সমবায় সমিতির নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত ও দুর্নীতির তদন্তের দাবি জানান। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সমিতির আর্থিক লেনদেন ও সদস্য নিয়োগে অনিয়ম চলছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও সঠিকভাবে হিসাব প্রদান করা হয়নি। তারা বলেন, “আমরা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত একটি নির্বাচন চাই, যাতে এলাকার উন্নয়ন ও পানির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত হয়।” কর্মসূচিতে সাত দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে— ১️/ পূর্বের সব হিসাব ও আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ নিরীক্ষা, ২️/ দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের অপসারণ, ৩️/ সমিতির সদস্য তালিকা হালনাগাদ, ৪️/ প্রশাসনের তত্ত্বাবধানে নতুন নির্বাচন আয়োজন, ৫️/ স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ, ৬️/ নির্বাচনী ব্যয়ের বিস্তারিত হিসাব প্রকাশ, ৭️/ নতুন নির্বাহী পরিষদ নির্বাচনের পূর্বে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ। ইউএনও মহোদয়ের নির্দেশে তদন্ত কার্যক্রমে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে সমবায় অফিসার। তদন্ত শেষে সাত দফা দাবি বাস্তবায়নের পর নতুন নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়। এদিকে, স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি প্রতিনিধি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন— ১. শরিফুল আজাদ (সরকার শরিফ) ২. মোঃ আমিরুল ইসলাম ৩. মোঃ হিমেল ৪. মোঃ ফরহাদ ৫. সোবে মিয়া ৬. বিল্লাল হোসেন ৭. রুবেল মিয়া ৮. আসাদ কমিটির সদস্যরা জানিয়েছেন, তারা প্রশাসনের নির্দেশনা মেনে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য সক্রিয়ভাবে কাজ করবেন।

























