০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : ০৭:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৬৪ Time View

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

স্কুলে আসার পথে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি. বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুলের উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে স্কুলে আসার সময় আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা এলাকায় ওই হামলা চালায় দুর্বৃত্তরা।

এতে মারাত্মক আহত হয়েছেন প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল। প্রধান শিক্ষকের উপর দুষ্কৃতকারীদের হামলার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবাদে বিদ্যালয়ের কয়েক শ’ ছাত্র-ছাত্রী সাতক্ষীরা টু চাপড়া সড়ক অবরোধ করে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা সাতক্ষীরা-আশাশুনি সড়কের ব্রহ্মরাজপুর বাজারের দুই পাশে যানজট সৃষ্ট হয়। যাত্রীবাহি বাস, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাসসহ সকল যান ও পণ্যবাহী বাহন আটকা পড়ে। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্কুলের সহকারী শিক্ষক সুকুমার সরকার জানান, প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের উপরও হামলার চালানো হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

এ ব্যাপারে ডি. বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল জানান, সোমবার স্থানীয় বাজারের ব্যবসায়ী পুরাতন সাতক্ষীরা এলাকায়র বাহারুল ইসলামের সাথে তুচ্ছ একটি বিষয়ে তর্কাতর্কি হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে পুরাতন সাতক্ষীরা ছয়আনি মোড়ে আগে থেকেই ওৎ পেতে থাকা বাহারুল ইসলামের নেতৃত্বে আরও ৫/৬ জন অতর্কিত হামলা চালায়। এতে তিনি শারীরিকভাবে আহত হয়েছেন। ঘটনার পর শিক্ষার্থীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীদের উপরও চড়াও হয়। এতে দুজন শিক্ষার্থী আহত হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তিনি আরও জানান, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তুচ্ছ ঘটনায় এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সার্বিকভাবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সাতক্ষীরায় প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

Update Time : ০৭:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরা:

স্কুলে আসার পথে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি. বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুলের উপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে স্কুলে আসার সময় আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা এলাকায় ওই হামলা চালায় দুর্বৃত্তরা।

এতে মারাত্মক আহত হয়েছেন প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল। প্রধান শিক্ষকের উপর দুষ্কৃতকারীদের হামলার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিবাদে বিদ্যালয়ের কয়েক শ’ ছাত্র-ছাত্রী সাতক্ষীরা টু চাপড়া সড়ক অবরোধ করে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে উত্তাল করে তোলে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা সাতক্ষীরা-আশাশুনি সড়কের ব্রহ্মরাজপুর বাজারের দুই পাশে যানজট সৃষ্ট হয়। যাত্রীবাহি বাস, ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেল, ট্রাক, মাইক্রোবাসসহ সকল যান ও পণ্যবাহী বাহন আটকা পড়ে। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্কুলের সহকারী শিক্ষক সুকুমার সরকার জানান, প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের উপরও হামলার চালানো হয়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

এ ব্যাপারে ডি. বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল জানান, সোমবার স্থানীয় বাজারের ব্যবসায়ী পুরাতন সাতক্ষীরা এলাকায়র বাহারুল ইসলামের সাথে তুচ্ছ একটি বিষয়ে তর্কাতর্কি হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে স্কুলে আসার পথে পুরাতন সাতক্ষীরা ছয়আনি মোড়ে আগে থেকেই ওৎ পেতে থাকা বাহারুল ইসলামের নেতৃত্বে আরও ৫/৬ জন অতর্কিত হামলা চালায়। এতে তিনি শারীরিকভাবে আহত হয়েছেন। ঘটনার পর শিক্ষার্থীরা প্রতিবাদে সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীদের উপরও চড়াও হয়। এতে দুজন শিক্ষার্থী আহত হয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তিনি আরও জানান, আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তুচ্ছ ঘটনায় এ ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সার্বিকভাবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।